হাজার দোষের মধ্যেও বাংলাদেশের মানুষের এক গুণ।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ আগস্ট, ২০১৩, ১২:১৮:০১ দুপুর
বাংলাদেশের মানুষের যত দোষই থাকুকনা কেন একটা গুণ অবশ্যই আছে আর তা হল দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেয়েদের প্রতি কোমল হৃদয়বান। যদিও ঐশী পিতা-মাতাকে হত্যা করেছে তারপরেও ঐশীর প্রতি কেন যেন মায়া হয়!
যে দেশের মানুষের হৃদয় মেয়েদের প্রতি এতটা কোমল সেই দেশের সরকার যদি দেশের সবচেয়ে চরিত্রবান মেয়েদের ভূঁয়া অজুহাতে বারবার গ্রেফতার করে রিমান্ডে নিয়ে হয়রানি করে তাহলে তার ফলাফল কি হতে পারে তা কানা (অন্ধ) সরকারেরও বুঝার কথা কিন্তু সরকার কোন কিছুর তোয়াক্কাই করছেনা বরং সোৎসাহে নারী নির্যাতনের আওতায় এমন নিন্দনীয় গ্রেফতার বাণিজ্য করে যাচ্ছে!
জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কানা বধির কিন্তু অতিকথন সরকার কি তাহলে একই সাথে কানা বোবা বাধর দৈত্তের পিঠে সওয়ার হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে কানা বোবা বধির দৈত্ত যে কানা বাধির অথচ অতিকথন সরকারকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবে তাতে সন্দেহ নাই।
জামায়াত শিবির এদেশে ভেসে আসেনি। ৭১ এ দেশকে ভালোবেসেই তারা ঠেকায় পরে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তার সত্যতা দিন দিন জাতির কাছে স্পষ্ট হচ্ছে এবং মানুষ তাদের আগের তুলনায় বেশী ভালোবাসতে শুরু করছে। একদিন হয়ত মানুষ জামায়াতের ভুলকে সঠিক বলে ভাতে শুরু করবে আর যারা মুক্তিযুদ্ধের জন্য অহঙ্কার করছে মানুষ তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাড় করাবে, যদিও দেশের মানুষ সেরকমটা চায়না।
এতকিছুর পরেও যদি সরকারের বোধ উদয় নাহয় তাহলে জনগণ অন্ধ দৈত্তের পিঠে ছওয়ার হওয়া অন্ধ সরকারের পথ রোধ করবে যা তাদের জন্য সুখকর হবেনা বরং চড়া মূল্য দিয়েও শেষ রক্ষা করতে পারবেনা বরং ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। অতএব সময় থাকতে সাধু সাবধান।
বিষয়: বিবিধ
১৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন