তেলবাজ কর্মজীবী।
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৬ জুন, ২০১৫, ০৯:৪৫:১৯ রাত
তেলে তেল তন্ময়
তৈলবাজ কর্তা,
অফিসেতে আসেন তি
নিয়ে তেলের বস্তা।
বসের চেম্বারে
বসে মারেন তেল,
বস তেলে বিগলিত
তেলে হন ফেল।
তেল খেয়ে বস তারে
কোন কাজ দেন্না,
কাজে কামে মন নাই
সব কাজে ঘেন্না।
সব কিছু কম কম
তেল বেসুমার,
বসের কাছে তাই তিনি
গুড অফিসার।
তেল মেরে বসকে
তিনি প্রিয়জন,
টেনশন নেই তার
তেলে অটো প্রমোশন।
তেলে তেলে তৈলাক্ত
কর্পোরেট পৃথিবী,
তেল মেরে খেয়ে যান
তেলবাজ কর্মজীবী।
নিমু মাহবুবের অনলাইন বাড়িতে নিমন্ত্রণ
বিষয়: বিবিধ
২১১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমাদের আবার তেল মারলেন না তো
মন্তব্য করতে লগইন করুন