হঠাৎ মনে পড়ে যায়
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০৭ ডিসেম্বর, ২০১৪, ১২:৩০:২৫ রাত
একদিন তোকে লইয়া
লিখেছিলাম কবিতা-গান,
নিকাল! তুই নিকাল!!
রাখলি না তার সম্মান।
যতই তুই চোরঙ বদলাস
পারবিনা নিজকে ঢাকতে,
মূলকে কাটিয়া আগায়
পারবিনা তুই বাঁচতে।
যে আলোয় তুই হাঁটিয়া চলেছিস
নাই তাহাতে দীপ্তি,
যে জীবন তুই বাছিয়া লয়েছিস
তাহাতে নাই তৃপ্তি।
ভুলিয়া গেছিস! ডাঙ্গুলি খেলেছি,
খেলেছি গোল্লাছুট;
শীতের সকালে মোয়া খেয়েছি দু’জনা
বিকেলে ডালমুট।
কাঠবাদাম কুড়াইতে গিয়া
কত করিয়াছি অভিমান,
ভাসায়ে লয়ে যায় সকলি আজ
স্মৃতির ঐ সাম্পান।
কতনা তুই শুনিয়ে ছিলি
মিষ্টি কথার ভাষণ,
সাক্ষী আছে দূর্বাঘাস
আর কনক্রিটের আসন।
থাক! থাক!! আর বলিবনা
ফুরাইয়া যাবে কালি,
জানি আমি জানি
তুই না আর বদলাবি।
তবু তোর তরে আমি
দোয়া মাঙি যাই, “ওগো দয়াময়,
তার তরে যেন
তব দৃষ্টি সদয় হয়।”
Click this link
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন