একটা সবুজ আকাশ ছিল

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২২ আগস্ট, ২০১৪, ০৯:০৪:৫২ রাত



একটা সবুজ আকাশ ছিল

ছিল নীল তারাদের মেলা,

কেউবা ছোটয় কেউবা বড়োয়

করতো নানান খেলা।

আকাশ পানে তারারা সব

উঠতো জ্বলে থেমে,

হৃদয় তাদের গাঁথা ছিল

ভালোবাসায়, প্রেমে।

তারার সব মিলেমিশে

গাইতো ঐকতান,

কিংবা কারো মনো মাঝে

বিন্দু অভিমান।

দিনগুলি সব হলদেমাখা

সোনাঝরা বিকেল,

সব তারাদের মনের মিলন

যেন রাজপুরির এক হেঁসেল।

কিন্তু হঠাৎ আকাশ পানে

কালো মেঘের দূত,

নিত্য যাহা সঠিক ছিল

আজ তাহা অদ্ভুত।

তারার আলো হারিয়ে গেল

কালো মেঘের ছায়ায়,

আকাশটাও নেয়না বুকে

স্নেহ, আদর, মায়ায়।

মরুভূমির মাছের মত

তপ্ত বালি সেচে,

একটা-দুটো তারা যাও

আজো আছে বেঁচে।

কিন্তু তাদের আলোর ছটায়

আকাশ নয়তো আলোকিত,

আকাশের প্রাণ ছিল যারা,

আজকে অনাহুত।

আকাশ থেকে সব তারারা

পড়লো খসে খসে,

কেউবা পরবাসে গেল

কেউবা বনবাসে

আকাশটা আজ তিমির মাখা

তারারা সব লাশ,

আকাশে তাই দেও-দানব

আর পেত্নিদের উল্লাস।

আরো পড়ুন

বিষয়: বিবিধ

৪৩৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257179
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো!! Happy Thumbs Up Thumbs Up
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৫
200860
নিমু মাহবুব লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
257181
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পড়লাম একটু অন্যরকম করে ..... ব্লগটাকে আকাশ বানালাম, হারিয়ে যাওয়া প্রিয় ব্লগারদেরকে তারা বানালাম। ..... যাথার্থ রঙ পেলো কবিতা। ধন্যাবাদ সুন্দর একটি কবিতার দিয়ে উদয় হওয়ার জন্য Rose Rose Good Luck Good Luck Rose Rose
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
200856
পবিত্র লিখেছেন : পড়ার সময় আমারো এমন মনে হয়েছিল!
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৫
200859
নিমু মাহবুব লিখেছেন : আমার ভাবনাটা কিভাবে আপনি ধরতে পারলেন?

আসলে প্রিয় ব্লগারদের মিস করা থেকেই এই কবিতা।
আপনাকে অনেক শুভেচ্ছা ।
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৮
200862
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আল্লাহ'র জন্য ভালোবাসলে কখনও ভোলা যায় না। অন্নেক মিস করছি প্রিয় ব্লগারদেরকে। তাই শিরোনাম দেখেই এ ভাবটা চলে আসছে আমার মনে।

হে প্রিয়রা ফিরে আসুন..... অন্তত এ কবিতাটা পড়ে দেখুন আর আমাদেরকে একটু করে বকে দিন যেন এত্ত বেশি মিস না করি আপনাদেরকে Broken Heart Crying
257189
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
একটা সুন্দর চোখ ছিলো
দেখতো এমন করে
চোখগুলো তার ছলোছলো
খোদার রহম স্মরে।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
200896
নিমু মাহবুব লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
257277
২৩ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৬
আবু সাইফ লিখেছেন : আর কটা দিন- একটু সবুর করো-
বাঁশের লাঠি শক্ত হাতে ধরো

ওই আকাশে উঠবে নতুন চাঁদ-
দেও-দানব আর পেত্নী ধরা ফাঁদ
১১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
207600
নিমু মাহবুব লিখেছেন : ভালো ভালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File