আমি বীরের ছেলে বীর বলছি
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০১ জুন, ২০১৪, ১১:৩৭:২৭ রাত
আমি বীরের ছেলে বীর মিজান বলছি
হে প্রিয় বাংলাদেশ!
আমি আমার শপথ ভুলিনি
তাইতো আমি আমার গর্ভধারীনি মায়ের কথা ভাবিনি
প্রিয়তম স্ত্রীর কথা ভাবিনি
স্ত্রীর কোলে আমার সন্তানের কথা ভাবিনি
ছোট ছোট মেয়েদের কথা ভাবিনি
আমার নিজের প্রাণের মায়া করিনি
শত্রুর গুলির কথা ভাবিনি।
না!!! আমি শত্রুর অস্ত্রের মুথে পালিয়ে যাইনি
আমার জীবন থাকতে শত্রু আমার জন্মভূমির মাটি
অপবিত্র করতে পারেনি ।
আমি আমার শপথ ভুলিনি।
ভালো থেকো স্বদেশ
আমার প্রিয় বাংলাদেশ ।
Click this link
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কিন্তু আমরা এতই অকৃতজ্ঞ জাতি তাদের কথা সহজেই ভুলে যাব। বড়াইবারির শহিদদের কথা এখনও কি কারো মনে আছে।
মন্তব্য করতে লগইন করুন