আইলোরে বসন্ত আবার
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৬:০৭ রাত
আইলোরে বসন্ত আবার
শিমুল ফুলের ডালে,
লাগলোরে ফাগুনের গান
কালো কোকিল গলে।
পলাশ ফুলের রঙ্গে কেমন
খেলছে শালিক পাখি,
তাদের সুরে সব পাখিরা
করছে ডাকাডাকি।
ফুলের সাথে হলোরে
আজ কচি পাতার জোট,
জবা ফুলের রাঙ্গা পেটে
টুনটুনিটার ঠোঁট।
কড়ই ফুলের গন্ধে আজি
মাতোয়ারা বন,
পাপড়ি যে তার রেশমি সুতো,
উদাস করে মন।
কৃষ্ঞচুড়ার শাখায় শাখায়
লালবধুরা হাসে,
শিশির’মেয়ে যায়না দেখা
নরম দূর্বাঘাসে।
ঘুঘু ডাকে সন্তোপনে
তেলিকদম গাছে,
মনের ভেতর আমন্তণে
সঙ্গীটাকে যাচে।
বিষয়: সাহিত্য
১৫০৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহেন মোরা সবাই মিল্যা গাহি বসন্তের গীত।
আবার এসেছি ফিরে
থাকিতে তোমাদের নীড়ে।
মন্তব্য করতে লগইন করুন