কালকে যামু বাড়ি

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৬ ডিসেম্বর, ২০১৩, ১১:০৫:৫৮ রাত



কালকে আমি বাড়ি যাবো

অনেক মজা হবে,

করবো অনেক মজা আমরা

গাঁয়ের বন্দু সবে।

গভীর রাতে খেজুর রসে

রানবো আবার শিন্নি,

টের পাবেনা মুরুব্বিরা

টের পাবেনা গিন্নি।

ভোর বিহানে মায়ের হাতের

ভাপা পিাঠা খাবো,

তারপরেতে দল বেঁধে

মিষ্টি রোধ পোহাবো।

দুপুর বেলায় কাদার ভেতর

ধরবো বাইম মাছ,

কিম্বা আবার সবাই মিলে

দেখবো পুতুল নাচ।

বিকেল বেলায় বন্ধু মিলে

খেলবো গোল্লাছুট,

কিম্বা কোনো গ্রামীন খেলায়

করবো মজা লুট।

গ্রামে আমি যাচ্ছি ফিরে

অনেক দিন পরে,

ফিরব আমি আবার

আমার আপন ঘরে।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File