তুই ছাড়ারে তুই ছাড়া
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২১:৪৮ রাত
তুই ছাড়া আর কেবা আছে যাকে ভালোবাসা যায়,
তুই ছাড়া আর কেবা আছে যাকে কাছে পাওয়া যায়।
তুই ছাড়া এই আমার জীবন মরিচিকার অন্ধকার
তুই ছাড়া এই আমার জীবন ধুধু বালু সাহারার।
তুই ছাড়া আর কাকে আমি জফতে পারি নিরালায়
তুই ছাড়া আর কেবা পারে করতে সব-ই ইশারায়।
তুই ছাড়া আর সব কিছু আলেয়ার আলোময়
তুই ছাড়া আর সব কিছু প্রতারণার নিশ্চয়।
তুই ছাড়া আর কেবা আছে মনের কথা বলা যায়
তুই ছাড়া আর কেবা আছে যার কাছে মন সঁপা যায়।
তুই ছাড়া আর কেবা অছে যার কাছে সব চাওয়া যায়
তুই ছাড়া আর কেবা আছে যার কাছে সব পাওয়া যায়।
Click this link
বিষয়: বিবিধ
১৬৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন