ভাল্লাগেনা

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১২ জুন, ২০১৩, ০৮:২৩:৪৩ রাত



ভাল্লাগেনা মানুষরূপি

দু’পেয়ে শয়তান,

ভাল্লাগেনা বদলোকেদের

ভালো সাজার ভান।

ভাল্লাগেনা তাদের

যারা সত্যিকে পায় ভয়,

ভাল্লাগেনা যারা যাচে

মিথ্যার বিজয়।

ভাল্লাগেনা ভালোবাসার

জড় অনুভূতি,

ভাল্লাগেনা বেদরকারী

অসৎ ভীমরতি।

ভাল্লাগেনা মুখের মধু

অন্তরে যা বিষ,

ভাল্লাগেনা মুনাফেকি,

বাস্তবে খবিস।

ভাল্লাগেনা ভার্সিটির ওই

অন্ধকার আলো,

আলো যারা ছড়িয়ে দিবে

তারাই যে ভাই কালো।

ভাল্লাগেনা শিক্ষা নামের

নাস্তিকতার দিক্ষা,

শিক্ষা দিতে না শিখিলে

শিখাইস নারে ভিক্ষা।

http://beautfulbd.blogspot.com/2013/06/blog-post_5205.html

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File