ভাল আছেন তো?
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৯ মে, ২০১৬, ০৪:১১:৪৭ বিকাল
ভাল আছেন তো আপনি?
না কিছু না, জিগাইলাম এমনি।
চলছে কেমন ব্যবসাপাতি?
দেনতো কিছু খরচাপাতি।
কী কৈলেন? পয়সা নাই!
তাইলে কিন্তু জামিন নাই।
মামলা হবে নগদে,
থাকবেন পড়ে হাজতে।
এইতো গুডম্যান,
চলছে ভাল,
ভাল থাকার ক্যাম্পেইন।
এবার ক্যামেরায় পোজ দেন,
মিষ্টি করে হাসি দেন,
ভাল আছি, বলে দেন।
দেখা হবে ফের পরের মাসে,
সে ভাবনায় সব মরে ত্রাসে।
ভাল থাকা যে হল দায়,
ভাল থাকাটাই বড় ভয়।
বিষয়: সাহিত্য
১২৭৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
ভাল থাকা যে হল দায়,
ভাল থাকাটাই বড় ভয়।
সঠিক কথা।
মূল ঘটনা হলো এইটা-http://www.bd-pratidin.com/city-news/2016/05/07/143305" target="_blank"]ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’[/url]
মূল ঘটনা হলো এইটা-ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’
কবে শেষ হবে এমন ভাল থাকার খেলা?
ঘোর অমানিশা কাটিয়ে একদিন সুবহে সাদিক হবেই ইনশাল্লাহ।
ভাল থাকাটাই বড় ভয়। :( :(
পুলিশ: মাল ছাড়...নইলে চালান করে দেব..বাস ডাকাতি মামলা...
:খারাপ আছি...
পুলিশ: তাইলে মাল ছাড়..তোকে ভালো করে দেব...
ভাল থাকাটাই বড় ভয়।
খাকি উর্দি সামেন।
মন্তব্য করতে লগইন করুন