ভাল আছেন তো?

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৯ মে, ২০১৬, ০৪:১১:৪৭ বিকাল

ভাল আছেন তো আপনি?

না কিছু না, জিগাইলাম এমনি।

চলছে কেমন ব্যবসাপাতি?

দেনতো কিছু খরচাপাতি।


কী কৈলেন? পয়সা নাই!

তাইলে কিন্তু জামিন নাই।

মামলা হবে নগদে,

থাকবেন পড়ে হাজতে।

এইতো গুডম্যান,

চলছে ভাল,

ভাল থাকার ক্যাম্পেইন।

এবার ক্যামেরায় পোজ দেন,

মিষ্টি করে হাসি দেন,

ভাল আছি, বলে দেন।


দেখা হবে ফের পরের মাসে,

সে ভাবনায় সব মরে ত্রাসে।

ভাল থাকা যে হল দায়,

ভাল থাকাটাই বড় ভয়।

বিষয়: সাহিত্য

১২৭৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368514
০৯ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
সন্ধাতারা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।


ভাল থাকা যে হল দায়,

ভাল থাকাটাই বড় ভয়।

সঠিক কথা।
১০ মে ২০১৬ সকাল ১০:৩১
305955
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আপুমনি।
মূল ঘটনা হলো এইটা-http://www.bd-pratidin.com/city-news/2016/05/07/143305" target="_blank"]ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’[/url]
১০ মে ২০১৬ সকাল ১০:৩৩
305957
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আপুমনি।
মূল ঘটনা হলো এইটা-ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’
368536
০৯ মে ২০১৬ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : আসলেই ভাল থাকাটাই বড় দায়। ধন্যবাদ।
১০ মে ২০১৬ সকাল ১০:৩২
305956
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : http://www.bd-pratidin.com/city-news/2016/05/07/143305" target="_blank"]ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’[/url]
368550
০৯ মে ২০১৬ রাত ০৯:৩৩
আফরা লিখেছেন : ভাইয়া আপনার ডাইবেটিস আর ফিরে আসে নাই তো ।
১০ মে ২০১৬ সকাল ১০:৩৩
305959
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। মনে রেখেছেন দেখছি। না, আর ফিরে আসে নি। এ কবিতা যে ঘটনা হতে পয়দা হয়েছে-ঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’
368559
০৯ মে ২০১৬ রাত ১০:৪৪
ধ্রুব নীল লিখেছেন : আস সালামু আলাইকুম। ওহিদ ভাই কেমন আছেন? দু'আ করছেন তো আমার জন্য নাকি ভূলে গেছেন?

এবার ক্যামেরায় পোজ দেন,

মিষ্টি করে হাসি দেন,

ভাল আছি, বলে দেন।

কবে শেষ হবে এমন ভাল থাকার খেলা?
১০ মে ২০১৬ সকাল ১০:৩৫
305960
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। কেমন আছ? অনেকদিন তোমার খবর নেই। কোথায় আছ? পড়াশোনা শেষ? এখন কি জবে?

ঘোর অমানিশা কাটিয়ে একদিন সুবহে সাদিক হবেই ইনশাল্লাহ।
368562
১০ মে ২০১৬ রাত ১২:১৩
দ্য স্লেভ লিখেছেন : ভাল থাকা যে হল দায়,

ভাল থাকাটাই বড় ভয়। HappyHappy :( :(
১০ মে ২০১৬ সকাল ১০:৩৫
305961
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মূল ঘটনাঃঘরে ঘরে পুলিশ গিয়ে বলবে, ‘আপনি ভালো আছেন তো?’
১১ মে ২০১৬ রাত ০৩:১৫
305996
দ্য স্লেভ লিখেছেন : :জি ভালো আছি
পুলিশ: মাল ছাড়...নইলে চালান করে দেব..বাস ডাকাতি মামলা...
:খারাপ আছি...
পুলিশ: তাইলে মাল ছাড়..তোকে ভালো করে দেব...
368569
১০ মে ২০১৬ রাত ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থাকতে চাইলে ভাল। নিয়ম মত আমাদের ট্যাক্স দিন।
১০ মে ২০১৬ সকাল ১০:৩৫
305962
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নৈলে ভাল থাকার কোন উপায় নেই।
368635
১০ মে ২০১৬ রাত ০৮:২০
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাল থাকা যে হল দায়,

ভাল থাকাটাই বড় ভয়।
370988
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১০
আবু নাইম লিখেছেন : ভাল খাকি কেমনে,
খাকি উর্দি সামেন।
০৫ জুন ২০১৬ সকাল ০৯:১৪
307882
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভাল থাকাটাই হল বড় দায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File