আউটসোর্সিংয়ে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ মে, ২০১৬, ০৪:৩০:০৯ বিকাল

বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটিতে বাংলাদেশ বর্তমানে গুরুত্বপূর্ণ ও টার্নিং মুহূর্তে। আইসিটি সেক্টরের বিস্তার নির্ভর করে ইন্টারনেটের প্রবৃদ্ধির ওপর। গত জানুয়ারিতে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৫ কোটি ৬১ লাখ। ফেব্রুয়ারিতে সেটি দাঁড়ায় ৫ কোটি ৮৩ লাখে। এবং বর্তমানে তা ৬ কোটির ঘর পার হয়েছে। দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ১২ লাখ ৮৮ হাজার। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে নেট ব্যবহার করছে। সারা পৃথিবী জুড়ে প্রতিটি সেক্টরে এখন চলছে প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতায় বাংলাদেশ জাত চিনাতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আউটসোর্সিংয়ে অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। বর্তমানে আউটসোর্সিংয়ে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এসব তথ্যে একটি বিষয়ই পরিষ্কার ফুটে ওঠে, তা হলো আসিটিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল। অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈদেশিক আয়ের ক্ষেত্রে আইসিটি অন্যতম প্রধান খাত হবে বলে আশা করছে সরকার। দেশের ছয়কোটি মানুষ ইন্টারনেট এবং শতকর প্রায় নব্বইভাগ মানুষ মোবাইল ব্যবহার করে। এটা অভাবনীয় সাফল্য। দেশ আজ এগিয়ে যাচ্ছে অভাবনীয় গতিতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে। আমাদের জনগোষ্ঠী খুবই বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী। দেশের শতকরা ৭০ ভাগ ছেলে এবং মেয়ে কর্মক্ষম বয়সী। এ বিশাল সম্পদকে কাজে লাগাতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File