ইয়েস! ইয়েস! আমিই মুজিবের আদর্শ,, আমি মুজিবের অনুসারী।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৯ মে, ২০১৬, ০৩:২৮:৫২ দুপুর

ফাসিঁর মঞ্চ প্রস্তুত,যুবলীগ নেতাকে ফাসিঁ দিবে কাল,এমতাবস্থায় সেই বলে উঠল,আমি কাউকে যদি হত্যা করে থাকি,তাহলে আমি জাতির পিতার আদর্শে করেছি।আমি মুজিব সৈনিক এবং জাতির পিতার সোনার দেশ গড়ার স্বপ্নের স্বার্থেই খুন করেছি।

,

এই কথাশুনে প্রধান জান দেওয়ার মালিক তাকে জান ফিরিয়ে দিল।

,

ভূপেনরে চুদনা হওয়ার বা চিন্তিত হওয়ার কোন কারন নেইঃযেই দেশে প্রমানহীন ৪৩ বছর আগের অপরাধের জন্য ফাসিঁ দিয়ে একটা বয়স্ক মানুষকে হত্যা করতে পারে সেই দেশে প্রমানিত খুনির বিচার না হওয়ায় স্বাভাবিক।

,

কিন্তু,মাননীয় প্রধান জান দেওয়ার মালিক পরের দিনগুলোর টেলা কি সামলাতে পারবেন?

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368498
০৯ মে ২০১৬ দুপুর ০৩:৪১
কুয়েত থেকে লিখেছেন : টেলা সামলাতে পারবে বলে শত ভাগ নিচ্ছত হয়েই তো এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা নিরব হবোনা নিস্তব্ধ হবোনা এর বিচার আমরা ইসলাম বিজয় করেই নিব। ইন্সা'আল্লাহ। আল্লাহর কসম এর প্রতিশোধ আমরা নিব শহীদদের একফোটা রক্তও বৃথা যেতে দেবনা। হে আল্লাহ! তোমার ইজ্জতের কসম আমরা এর বদলা নিব। ধন্যবাদ অঅপনাকে
০৯ মে ২০১৬ দুপুর ০৩:৫৭
305841
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ইনশাআল্লাহ,, আল্লাহ করিম
,
আপনাকে অশেষ ধন্যবাদ।
368538
০৯ মে ২০১৬ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : জান দেবার মালিক নমরূদও ছিল।
০৯ মে ২০১৬ রাত ১১:৪২
305933
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : লাটস্পতি ও নমরুদ মার্কা রকম মালিক আর কি?
,
ধন্যবাদ আপনাকে।
368570
১০ মে ২০১৬ রাত ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব ফিরাউন ই নিজেদের জান-মালের মালিক ভাবে।
368581
১০ মে ২০১৬ রাত ০২:৫৩
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : জ্বী ভাইয়া রাইট,,কিন্তু এই জানমালের মালিক ক্ষনিকের।

ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File