শাহাবাগী ভাইদের বলছি।
লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৭:০৮ বিকাল
রাজিবের মৃত্যুর পরে একে একে প্রকাশ পেতে থাকে শাহাবাগীদের মুখোশ। জামায়াত বিরোধিতার আড়ালে তাদের ইসলাম নির্মূলের পরিকল্পনা দিনের আলোর মতো প্রকাশ পায় দেশ বাসির নিকট। আবহমান কাল থেকে যে জাতি এক আল্লাহ্ কে তাদের ত্রাণ কর্তা মানে। ইসলামই যাদের মুক্তির সোপান। সে জনতার রোষানল থেকে বাচার জন্য সমাজের আবর্জনা বাম গুলো আবার কূটকৌশলের আছ্রয় নিয়েছে । তারা রাজিবের কুকীর্তি গুলো ওয়েব থেকে মুছে দিয়ে তাকে ইমানদার বানানোর কসরত করছে। আর এ ব্যপারে অগ্রণী ভুমিকা রাখছে ভুমিদস্যু কণ্ঠ। তারা বলার চেষ্টা করছে এ লেখা রাজিবের নয়। জামাত শিবির লিখে রাজিবের নাম দিয়েছে। রাজিব মরে গেছে, সেই রাজিবের উপর তোরা আজ অপবাদ দিস। মরেও তোদের চাতুরির থেকে রেহাই পেলনা রাজিব। বুঝলাম ওর লেখা জামাত শিবির লিখেছে। কিন্তু যে নাস্তিক মোরতাদ গুলো এখনো বেচে আছে, পারলে বল এগুল ও অন্যেরা লিখে তোদের নাম দিচ্ছে। তোরা নিজেদের বুদ্ধিমান ভাবিস। ভাবতে থাক, কিন্তু এ জনপদের মানুষকে এতো বোকা ভাবিস কেন? শাহাবাগে এখন তোরা নামাজের সময় গানবাদ্য বন্ধ রাখিস, একটু দেরিতে হলে ও দেশ বাসির নাড়ির স্পন্দন বুঝতে পেরেছিস। মনে রাখিস ইসলাম কে অবমাননা করে কোন নাস্তিক মোরতাদ বাংলার জমিনে দাঁত কেলাতে পারবে না। তাই এখনো বলি মানুষ হ, জাতির কাছে ক্ষমা চা। শাহাবাগি নাটক বন্ধ কর এ জাতি ক্ষমা করতে জানে ।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন