আমাদের নতুন প্রজন্ম সম্পর্কে ।
লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ২৮ মে, ২০১৩, ০৯:১৪:১৪ রাত
অনেক দিন যাবতই ভাবতেছি যে একটা অন্য ধরনের স্ট্যাটাস দেবো ফেবুতে।
যে টা হবে
"আমাদের নতুন প্রজন্ম সম্পর্কে । "
কারন নতুনরাই ভাঙ্গা গড়ার নব কারিকর । কিন্তু বার বার ই হতাশ হচ্ছি আমার এ চিন্তার ব্যপারে। আর বেশী হতাশ করেছে গেল পহেলা বৈশাখে । বৈশাখ উপলক্ষে টি ভি চ্যানেল গুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাক্ষাৎকার প্রচার করেছে। সে সাক্ষাৎকার গুলোতে তাদের উপস্থাপনা শুধু হতাশ করেনি, বুকের গভীর থেকে ব্যদনার দীর্ঘশ্বাস আর চোখ সাগরের নোনাজল একাকার হয়েছে। অথচ এ নতুন প্রজন্ম নিয়ে ই তো মুক্তি যুদ্ধের ফেরিওয়ালাদের কত প্রত্যাশা। কত উত্তেজনা । কত নাটক । নিজেদের সকল অপকর্ম দেশ বিরোধী সকল কার্যক্রম অবলিলায় নতুন প্রজন্মের নামে চালিয়ে দিয়ে নিজেদের আখের গুছাচ্ছে। তাদের সাক্ষাৎকারে যে বিষয়টি ফুতে উঠেছে সেটা হল -
১,নতুন প্রজন্মের অনেকেই তাদের জাতীয় কবির নাম জানেনা ।
২, বৈশাখে ঢাক ঢোল ঠিকই পেটাচ্ছে অথচ বাংলা মাসের নাম জানেনা ।
৩, তারা ষড়ঋতুর নাম বলতে পারেনা ।
৪, তারা ২১ সে ফেব্রুয়ারী কি সেটার সঠিক উত্তর দিতে পারে নি ।
৫, তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম টা ও জানে না ।
তাদের তো চেতনার ফেরিওয়ালারা নাচন কুঁদনে ব্যবহার করতে পারবেই।
১, তারা কি বুঝবে বাকসাল সম্পর্কে ?
২, তারা কি করে জানবে ৭৪ এর দুর্ভিক্ষ আর বাসন্তীদের মাছের জাল পরে লজ্জা নিবারনের কাহিনী ?
৩, তারা কি করে বুঝবে ১২৩৬ খ্রিষ্টাব্দ থেকে ১৭৫৭ সালের উপমহাদেশ ?
৪, তারা কি করে বুঝবে ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত দাদাদের অত্যাচারের কাহিনী ?
৫, তারা কি করে বুঝবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবি ঠাকুর আর বর্ণ হিন্দুদের অত্যাচার আর বিরোধিতা ?
৬। তারা কি করে বুঝবে ভাষা আন্দোলনের মহা নায়কদের ব্যপারে ?
৭, তারা কি জানবে ৭২ থেকে ৭৫ পর্যন্ত মুজিব বাহিনী, রক্ষীবাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর অত্যাচার ?
৮, তারা কি জানবে ব্যাংক লুটেরাদের সম্পর্কে ? এ রকম অনেক প্রশ্ন যখন মনের দুয়ারে উকি দেয় । তখন মনের অজান্তে এমনিতেই চুপ হয়ে যাই।
মুক্তিযুদ্ধের ফেরিওয়ালারা তাদের চখে পর্দা দিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশকে ভারতের তাঁবেদার প্রদেশ বানানোর সকল কাজই সমাপ্ত করেছে। বাকি শুধু ঘোষণা দেওয়া ।
বিষয়: বিবিধ
২১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন