কেন এতো কষ্ট ?? কেন এতো হাহাকার ???
লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ২৭ এপ্রিল, ২০১৩, ০৪:০১:২৫ রাত
প্রতিদিনের ন্যায় আজ ও কর্মস্থলের উদ্দ্যেশে আন্ডার গ্রাউন্ড মেট্রোতে চলছি। স্পেনের রাজধানি মাদ্রিদের "সোল" এ মেট্রো এক্সচেঞ্জ করলাম। মাল্টি কালচারের এ দেশে তাদের পোশাক-আশাক ও মাল্টি ধরনের। শালীনতার ভিতর থেকে ও কতো সুন্দর ধরনের পোশাক যে তৈরি করা যায়, আর সেটা যে কতো মানানসই হয়, চোখ একটু খলা রাখলে যে কেউ এটা বুঝতে পারে।
ক্লাসিক্যাল ডিজাইনের হরেক রকম পোশাক দেখে মনের অজান্তে চোখ সাগরে ঢেউ উঠল, আমার চারপাশে সাদা চামড়ার আবরণে যে পোশাক গুলো দেখছি, তার কারিকর আমর সে ছোট্ট বোনটি, আমর সে গর্ভ ধারিণী মা , শরীরের ঘাম ঝরানো আমার বাবা, আমার সে সহোদর, যে ভাইটি সাভারের রানা প্লাজার ভীমের নিচে চাঁপা পরে বলছে ভাইইয়া আমাকে একটু বাঁচাও, বাবা আমাকে একটু বাঁচান, বাবারে আমাদের একটু বাতাস (অক্সিজেন )দিন, দম টানটে পারছিনা। দু হাতে চোখ মোছা ছাড়া আমার তো কোন উপায় ছিল না।
কেন এতো কষ্ট ?? কেন এতো হাহাকার ???
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন