সাভার ট্রাজেডি ও আমাদের করনীয়........
লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ২৭ এপ্রিল, ২০১৩, ০৩:৪০:৩২ রাত
সাভারে বিল্ডিং ধ্বসে পড়ে নিরিহ মানুষদের প্রানহনীর মর্মান্তিক ঘটনার মত ঘটনা আমাদের দেশে প্রায়শই ঘটে। যেমন, ফুটওভারব্রীজ ভেঙ্গে পড়ে পথচারী মারা যাওয়ার ঘটনা কিছু দিন আগেই আমরা দেখেছি, রেসিডেন্সিয়াল বিল্ডিং একদিকে হেলে পড়ার ঘটনাও আমাদের দেশে একটা কমন ঘটনায় পরিণত হয়েছে। একটু ঝড় হলে দেয়াল ধ্বসে মানুষ মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে খুবই কমন ঘটনা।
--এসবের একটাই কারন, আর তা হল আমাদের শ্বাশ্বতঃ চারিত্রিক বৈশিষ্ট--কোন নিয়ম না মানা বা নিয়ম ভেঙ্গে কাজ করা। দু্ই টাকা বেশী খরচ হবে বলে, তিন নাম্বার জিনিস ব্যবহার করা বা সস্তা জিনিস ব্যবহার করা আমাদের রক্তে মিশে আছে। এক কোটি টাকা খরচ করে বিন্ডিং করার আগে ইন্জিনিয়ার দিয়ে ডিজাইনের জন্য ৫০০০০ টাকা খরচ করতে মনে কষ্ট লাগে। ঘুষ দিয়ে সব ম্যানেজ করার মানষিকতাও এসবের জন্য অনেকাংশে দায়ী।
এখনই সময় মানষিকতার পরিবর্তন করার । ছাগল দিয়ে যেমন হালচাষ হয় না, তাই শুধু রাজমিস্ত্রী দিয়ে বা ডিপ্লোমা দিয়ে বহুতল ভবন ডিজাইন করাও যায় না।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন