বাংলাদেশ আওয়ামীলীগের দুটি অবদান।

লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ২৮ এপ্রিল, ২০১৩, ১০:০১:৫৭ রাত

বাংলাদেশ আওয়ামীলীগের দুটি অবদান।

১ , মুক্তিযুদ্ধে সামান্য কিছু অবদান রাখার পাশাপাশি যুদ্ধের সময় দেশব্যপি হত্যা ধর্ষণ লুটপাট গন হত্যা ও শ্রেণীশত্রু ধ্বংসের নামে ব্যপক গন হত্যা। বাকশালী ব্যবস্থা, ভিন্ন মতের পত্রিকা ও মিডিয়া বন্ধ, ৭৪ এর দুর্ভিক্ষ, ভারত কে ট্রানজিট, বিডিয়ার হত্যা, ২০১৩ এর গনহত্যা, সাভার ট্রাজেডির গণহত্যা ।

২, আওয়ামী লীগের অংগ সংগঠন তথা - আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ , শ্রমিকলীগ সহ যত লীগ আছে, এ সব নামে এক দল পশু বা জানোয়ার উপহার দিয়েছে এ জাতিকে। যাদের চরিত্র বিশ্লেষণ করলে হায়না বা কুকুরের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে খুব মিল পাওয়া যায়। অবশ্য এর ব্যতিক্রম কিছু আছে, তবে তা উল্লেখ করার মতো নয়। এক লাখে হয় তো এক জন হতে পারে।

বিষয়: বিবিধ

১৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File