তাদের জানাজা পড়বেন না, মুসলমানের কবরস্থানে সমাহিত করবেন না।
লিখেছেন লিখেছেন শাজিদ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৪:২৬ সন্ধ্যা
যারা পবিত্র ধর্ম ইসলামের বিরোদ্ধে প্রচারনা চালাচ্ছে তাদেরকে চিহিৃত করা সময়ের দাবী কারণ তাদেরকে ভাড়াটিয় মূর্খ ও লোভী কিছু ভন্ড আলেম দিয়ে জানাজা পড়িয়ে মুসলমানের কবরস্থানে দাফন করে মুসলমানের কবরস্থানের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। রাজীবের করব যদি মুসলমানের কবরস্থানে দিয়ে থাকে তাহলে বড় ভূল হয়েছে। এই নাস্তিকদের জন্য আলিদা সমাধীস্থল থাকাই উচিত। যার ঈমান আছে তাকেই মুসলমান বলা হয়, ঈমান আছে কিনা তাহা দুশ্যমান হয় ঈমানের আলোকে আমল করা, এবং জীবনযাত্রায় কথা, কর্মকান্ড, মন্তব্য বক্তব্য ইত্যাদির মাধ্যমে। যারা স্বঘোষিত নাস্তিকদেরকে সমর্থন করে এবং নিজেকে আবার মৃসলমানও দাবী করে তারা আসলে মুসলমান কিনা সন্দেহ রয়েছে তাই যারা আওয়ামী লীগ করেন তাদের ব্যপারেও চিন্তা করে দেখার প্রয়োজন রয়েছে। জোড় দাবী হচ্ছে, শাহরীয়ার কবির, মুন্তাসির মামুন, সোলতানা কামাল, গোলাম রব্বানী, হাবিবুর রহমান, খুশি কবীর সহ আরও অনেক চিহিৃত ও স্বঘোষিত নাস্তিক যারা রয়েছে তাদের জানাজা যেন না পড়ে এবং মসৃলমানের কবরস্থানে সমাহিত করে কবরস্থানের পবিত্রতা যেন নষ্ট না করে।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন