“নিষিদ্ধ করে নয়, আদর্শিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে হবে।”
লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৬:৩৫ সন্ধ্যা
‘ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সমর্থন নেই ব্রিটেনের’
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি বলেছেন, “শাহবাগের গণজাগরণ চত্বরে চলমান আন্দোলন ফাঁসির দাবিতে হয়, তাতে ব্রিটেনের সমর্থন নেই। কারণ ব্রিটেন মৃত্যুদণ্ডের বিপক্ষে।”
বুধবার বিকেলে রাজধানীতে ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিন সাইদা ওয়ার্সির তিন দিনের বাংলাদেশ সফর শেষ হচ্ছে। রাতেই তিনি ব্রিটেনে ফিরে যাচ্ছেন।
এর আগে মঙ্গলবার জামায়াতকে নিষিদ্ধ করা সম্পর্কে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “নিষিদ্ধ করে নয়, আদর্শিকভাবে দলটিকে মোকাবিলা করতে হবে।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে টানা ১৬ দিনের মতো আন্দোলন চলছে। এতে ছাত্র-শিক্ষক-ব্লগার, শিশু-তরুণ-বৃদ্ধ, মুক্তিযোদ্ধা নির্বিশেষে সবাই অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৩
কেজেড/আরআর
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন