বাংলাদেশ থেকেই ফেইসবুক চালান কেউ ঠেকাতে পারবে না

লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ১৯ নভেম্বর, ২০১৫, ০৮:১৬:৪০ রাত

সবাই কেমন আছেন?অবশ্যই ভালো নাই...! কারন বাংলাদেশের সরকার বর্তমান ফেইসবুক,স্কাইপি,ভাইবার,হোয়াইটস অ্যাপ সব যোগাগোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে কোন ঘোষনা ছাড়াই।আমরা যারা সারাক্ষন ফেইসবুক নিয়ে ব্যস্ত আজ তাদের সময়ই কাটছে না।আপনি কি মনে করেন সরকার আমাদের ফেইসবুক চালানো বন্ধ করতে পারবে?না কোন দিনই পারবে না।কারন আমরা বাংঙ্গালী,আর বাংঙ্গালী ভালো ভাবেই জানে কিভাবে সব কিছুকে হারিয়ে নিজের পরিচয় দিতে হয়।হু আজ এখন আমি আপনাদের দেখাব কিভাবে এই অবস্থায় ফেইসবুক সহ বিভিন্ন সাইটে যাওয়া যায় এবং চালানো যায়।সময় খুব কম থাকায় আমি এই টিউটোরিয়ালে কোন ছবি দিয়ে বোঝাতে পারছি না,তবে আমি যেভাবে বলব সেইভাবে কাজ করলে আপনিও ফেইসবুক চালাতে পারবেন।যতোই BTRC এই সোসাইল নেটওয়ার্ক বন্ধ করুক আমরা তো চালাবই,কারন আমাদের কেউই ঠেকাতে পারবে না।

আগে কিছু কথা বলে নেই...! বাংলাদেশে নেই ইউজার বেশি নাকি সন্ত্রাসী বেশি?আমার মতে নেট ইউজার বেশি।তাহলে সরকার এই পদক্ষেপ নিয়ে কি করতেছে?দেশে কি আইন নাই?পুলিশ প্রশাষন নাই?এরা কি পারতেছেনা সন্ত্রাসী,জঙ্গি এগুলোকে ধরতে?যদি নাই পারে তাহলে সরকার কেন এদের বেতন দেয়?আমি রাজনিতীকে ঘৃনা করি,কিন্ত আজ বলতে বাধ্য হচ্ছি।আমাদের সাধারণ জনগন এর কোন দোষ আছে?তাহলে কেন কয়েকটা সন্ত্রাসীদের জন্য আমাদের নেট চালানো বন্ধ হয়?এই প্রশ্ন কি আপনার মনে আসছে না?আমি শেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশ সরকার কোন যোগাযোগ মাধ্যম (ইন্টারনেট) বন্ধ না করে আইনের ব্যবস্থায় যাক,কারন তুলনামূলক ভাবে আমরা সাধারণ মানুষ এবং আমরা অবশ্যই আমাদের নিত্য দিনের সঙ্গি ফেইসবুক চালাব।কয়েকটা সন্ত্রাসীর জন্য যদি এটা বন্ধ করা হয় তাহলে সরকার মারাত্নক ভূল করবে।সরকার কি চিন্তা করেছে যে এই সময় যদি নেট বাংলাদেশ থেকে বন্ধ করা হয় তাহলে অনেক বড় সাইবার হামলা হতে পারে বাংলাদেশে?হায়রে রাজনিতী....! আর কিছু বলার নাই,তো চলুন আমরা আমাদের কাজের কথায় চলে যাই...!

মোবাইল..!

যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই নিয়ম দিচ্ছি,আপনার মোবাইল দিয়ে আপনি যদি ফেইসবুক সহ যে কোন সাইটে ঢুকতে চান যেমনঃ facebook,twitter,skype,imo,whatsapp ইত্যাদি তাহলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে।আপনাদের জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি,যাতে আপনাদের কোন সমস্যা না হয়। প্রথমে http://www.proxy.howtrick.com এই ঠিকানায় যান,তাহলে একটি ছোট বক্স দেখতে পাবেন,সেখানে লিখুন facebook.com এবং ডান পার্শে GO তে ক্লিক করুন।তাহলে আপনার ফেইসবুক আইডিতে লগইন করুন।এভাবে আপনি যে কোন সাইটে একই নিয়মে যান এবং শুরু করে দিন আপনার ফেইসবুক ব্রাউজিং।

কম্পিউটার...!

যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য অনেক সুন্দর একটি উপায় আমি দেখাব,যেটা সবাই পছন্দ করবেন।আপনি যদি Mozila Firefox ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুব ভালো কাজ করবে।তো চলুন দেখি কিভাবে মজিলা দিয়ে ফেইসবুক চালাবেন বর্তমান সময়।প্রথমে এখানে ক্লিক করুন এবং Download Now তে ক্লিক করুন।এটা ডাউনলোড হলে install permission চাইবে।আর এটা আপনার ব্রাউজার এর বাম পার্শে দেখাবে,পারমিশন দিন এবং ইন্সটল করুন।তাহলে দেখবেন আপনার ব্রউজার এর ডান পার্শে নতুন একটি আইপি যোগ হয়েছেিআপনার কাজ শেষ,এখন আগের মতো করে ফেইসবুকে ঢুকে পড়ুন এবং চালানো শুরু করে দিন।

বিঃদ্রঃ যদি software টি enable না থাকে তাহলে enable করে দিন।

আশা করি আমার এই টিউটোরিয়াল আপনাদের অনেক উপোকার করবে,যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান।আমি সাহায্য করার চেস্টা করব

http://www.techtunes.com.bd/facebook/tune-id/403359

বিষয়: বিবিধ

১৭৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350449
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৮
350456
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
কিন্তু গুগুল ও দেখি বন্ধ!
350463
১৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৪০
আফরা লিখেছেন : ফেসবুক তো নৌকা বা গাড়ী, ট্রেন ,প্লেন কোনটি না চালাবে কি ভাবে !!
351066
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৭
এটোম বোম লিখেছেন : No thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File