চাকর তৈরি করার শিক্ষা ব্যবস্তা.
লিখেছেন লিখেছেন বিবেকবান ০৯ নভেম্বর, ২০১৫, ০১:৪২:১৫ রাত
............... একটি দেশের নানা প্রকার অবচয় হয় এর মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে নানা ব্যয়ে অবচয়,ট্যাফিক জ্যামে বাসে বসে সময় ও শক্তির অবচয়,বিদ্যুৎ গ্যাস জ্বালানির অবচয়,পালামেন্টে বসে কথ্য অকথ্য ভাষার বির্তকে জাতীয় সম্পদের অবচয়। তবে সকল অবচয়কে ছাড়িয়ে গেছে আমাদের তারুণ্যের যে হতাশা এবং সামনে পথ চলার প্রেরণা হারিয়ে ফেলার অবচয়।চাকুরি নাই,শিক্ষার মান নাই,যোগ্যদের যর্থাথ মূল্যায়ন নাই ইত্যাদি।হতাশাগ্রস্ত যুব সমাজ আজ পথ ভুলে বিপথের যাত্রী আর জাতির ভাগ্যকাশে আমানিশার দীর্ঘ রাত্রি......
.................. আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যর্থাথ মানুষ নয় বরং তৈরি হচ্ছে বনসাই ট্রি যাদের চিন্তার জগত শূন্য আর নানা বস্তুবাদী ধ্যান ধারনায় পূণ্য।খাও দাও ফূর্তি করো এই হচ্ছে মূল থিম। তা না হলে শিক্ষার হার বাড়ার সাথে সাথে দেশে দূর্নীতির হার জ্যামিতিক হারে বাড়ে কিভাবে।শিক্ষা ব্যবস্থার যে হাল সেটি আসলে কতটুকু ভবিষ্যতের নানামূখি সংকট মেটাতে সক্ষম?আজ সিজিপিএ বাড়ন্ত,শিক্ষার মান ডুবন্ত,পাশের হার বাড়ছে আর হতাশও সীমান্তকে ছাড়িয়ে যাচ্ছে।প্রশ্ন ফাঁস এখন জাতির গলায় সবচেয়ে বড় ফাঁস প্রতিনিয়তই জাতি খাচ্ছে বিশাল বিশাল আছোলা বাঁশ আর এ জাতির কান্ডারিরা হচ্ছে হতাশ............
............... বৃটিশদের চাকর তৈরি শিক্ষা ব্যবস্তা দিয়ে আর যা হোক কোন স্বাধীন দেশ মাথা উচু করে দাঁড়াতে পারে না।প্রয়োজন দেশের মানুষের চিন্তাচেতনা ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতিকে অগ্রারাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।সংখ্যালঘু শাসকদের ক্ষমতাকে পাকাপক্ত করার শিক্ষা দিয়ে গাধা ঘোড়া তৈরি হতে পারে কিন্তু কোন মেরূদন্ড সম্পন্ন জাতি তৈরি হতে পারে না।তথাকথিত পাশের হার নয় প্রয়োজন কর্মমূখী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মানব সম্পদ তৈরি .........
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন