আমাদের অনুভুতি.................
লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:২৭:২৫ রাত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ধর্ম নিয়ে কেউ খারাপ কিছু বললে তার সেন্টিমেন্টে লাগে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ, ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক এই মূহুর্তে ক্ষমতা কোন পুরুষের হাতে ছেড়ে দিন। আপনার ক্ষমতায় থাকাও কারো না কারো ধর্মীয় অনুভূতিতে নিশ্চিতভাবেই আঘাত করছে। তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হোন।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- পরথম কথা হইল, এই দুই রমনী ক্ষমতায় আসার পর থেইকা দেশের অধপতন শুরু হইছে, সেইটা আলবত আমনে সহ দেশের বেবাক মানুষ বুঝিতে পারিছে। যদিও আমনে বলিবেন নারীরা ক্ষমতায় আসিয়া দেশ যৌন বানিজ্যে বিশ্বের মাঝে বড় রেকর্ড করিছে!
- সেই হিসেবে হাদিসের কথার সারবর্তা প্রমানিত হইয়াছে বহু বছর আগেই। যদিও আমনে বলিবেন দেশ এখন উন্নয়নের বানের জোয়ারে ভাসিয়া যাইতেছে।
- হাসিনা খালেদারে বাংলাদেশের মানুষ সরাসরি প্রধানমন্ত্রী বানাই নাই। সকল মানুষ নৌকা ও ধানের মাথায় ভোট মারিছে আর নৌকার বিজীত মানুষেরা তাদের মাঝি বানাইছে কোমরের নিচে খাল ওয়ালা মানুষকে। যদিও এইটাতে আমনের কিছু আসে যায়না।
কোন লক্ষ্য লইয়া ইসলামকে গালাগালি করিতে চাহিতেছেন সেইটা তাড়াতাড়ি লেইখা ফেলান। চাপাতি লইয়া ওনারা ব্লগারের পিছনে ঘোড়াঘুরি করিতেছেন, কখন জানি চলিয়া যাই বুঝিতে পারিতেছিনা, তাই জলদি কইয়া ফেলান আমনের মতলব কি, আর মরার আগে যাতে কইরা উত্তর খানা দিয়া যাইতে পারি।
মন্তব্য করতে লগইন করুন