আমাদের অনুভুতি.................

লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:২৭:২৫ রাত



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ধর্ম নিয়ে কেউ খারাপ কিছু বললে তার সেন্টিমেন্টে লাগে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ, ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক এই মূহুর্তে ক্ষমতা কোন পুরুষের হাতে ছেড়ে দিন। আপনার ক্ষমতায় থাকাও কারো না কারো ধর্মীয় অনুভূতিতে নিশ্চিতভাবেই আঘাত করছে। তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হোন।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349036
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:১০
বেআক্কেল লিখেছেন : বুঝিতে পারিয়াছি আমনের মতলব খারাপ। বহু চিন্তা করিয়া আজকের সকালে পোষ্টাইছেন। সামনে রাখিছেন হাসিনা-খালেদারে লেকিং গালি দিবেন ইসলামেরে, বুঝিতে পারিয়াছি, তার পরও আমনের মতলবি প্রশ্নের উত্তরও আমার থলেতে আছে।

- পরথম কথা হইল, এই দুই রমনী ক্ষমতায় আসার পর থেইকা দেশের অধপতন শুরু হইছে, সেইটা আলবত আমনে সহ দেশের বেবাক মানুষ বুঝিতে পারিছে। যদিও আমনে বলিবেন নারীরা ক্ষমতায় আসিয়া দেশ যৌন বানিজ্যে বিশ্বের মাঝে বড় রেকর্ড করিছে!
- সেই হিসেবে হাদিসের কথার সারবর্তা প্রমানিত হইয়াছে বহু বছর আগেই। যদিও আমনে বলিবেন দেশ এখন উন্নয়নের বানের জোয়ারে ভাসিয়া যাইতেছে।
- হাসিনা খালেদারে বাংলাদেশের মানুষ সরাসরি প্রধানমন্ত্রী বানাই নাই। সকল মানুষ নৌকা ও ধানের মাথায় ভোট মারিছে আর নৌকার বিজীত মানুষেরা তাদের মাঝি বানাইছে কোমরের নিচে খাল ওয়ালা মানুষকে। যদিও এইটাতে আমনের কিছু আসে যায়না।

কোন লক্ষ্য লইয়া ইসলামকে গালাগালি করিতে চাহিতেছেন সেইটা তাড়াতাড়ি লেইখা ফেলান। চাপাতি লইয়া ওনারা ব্লগারের পিছনে ঘোড়াঘুরি করিতেছেন, কখন জানি চলিয়া যাই বুঝিতে পারিতেছিনা, তাই জলদি কইয়া ফেলান আমনের মতলব কি, আর মরার আগে যাতে কইরা উত্তর খানা দিয়া যাইতে পারি।
349045
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ইমরান ভাই ঐদিন র্যাব প্রধানের ধমকি খাইছেন...আপনার মনে হয় ক্যাপসুল খাওয়ার ইচ্ছা...আপি তোমাকে ব্লগে না দেখতে পারলে আমি যে কতটা মিস করবো সেটা তুমি বুঝবেনা...জানোত ভালোবাসা জাতকুল মানেনা...মুসলমানদের গাইল্লাও তো গাইল্লাও সেটা মুসলমানরা বুঝবে...তুমি কিনা আমগো পরধান মন্ত্রীরে জ্ঞ্যান দাও...হেই মাইয়া ডরভয়কি একবারে উদাও হইছে...ছি্ বোকা মেয়ে ক্ষমাচেয়ে পোষ্ট দাও... Love Struck Love Struck Love Struck
349326
১১ নভেম্বর ২০১৫ রাত ০৩:২৮
সাদাচোখে লিখেছেন : ব্রাভো। পাওয়ারফুল ফ্যাক্টসচ্যুয়াল পরামর্শ। প্রমান হল - শেখ হাসিনা রাসুল সঃ এর মতামতকে গুরুত্ব দেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File