শয়তানের সাথে পাত্রের কথোপকথন ...............
লিখেছেন লিখেছেন বিবেকবান ০৭ নভেম্বর, ২০১৫, ১২:৫৫:৩২ রাত
.................................................
শয়তানঃ কি গুরু আপনার বিয়ের কথা শুনতেছি আকাশে বাতাসে।সত্যি নি.........
পাত্রঃ হুম।ভাবতেছি আর কি......
শয়তানঃ কিন্তু দাদা বয়সতো মাত্র ২৪ কেবলতো লাইফটা শুরু আর এখনি বিবাহের জন্য পাগল।লাইফটা একটু ইনজয় করুন দাদা না হলে কিন্তু পরে পচতাবেন ।আর জানেন তো বিবাহ মানেই নিজের স্বাধীনতা হরণ,মুক্ত বিহঙ্গের মত জীবনের ইতি টানা।সুতারাং দাদা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না.........
পাত্রঃ না সেটা ঠিক আছে কিন্তু তারপরও বয়স বাড়ছে আর মূল্যবোধ বলেতো একটা কথা আছে......
শয়তানঃ তবে দাদা বিয়ে যখন করবেনই তখন মেয়েটা কিন্তু সিরাম হতি হবি যাতে করে মানুষ দেখে বলে দাদা বিয়ে একখান করছে ঠিক যেন মাল(দারুণ)।সমাজ বলে একটা কথা আছে না বউ আপনার কিন্তু ভাবিতো সবার
পাত্রঃ কিন্তু তাই বলে......
শয়তানঃ ধুরও দাদা কিন্তু আর কি বিয়ে তো আপনি জীবনে একবারই করবেন নাকি।আর দাদা বিয়ের সময় অবশ্যই ক্যারিয়ার সচেতন,রুপ চর্চাকারী,ফ্যাশন সচেতন,আধুনিক মেয়ে দেখে বিয়ে করবেন জানেন তো বর্তমান যুগ বলে কথা।
পাত্রঃ কিন্তু আমি যে কিছু নীতি মেনে চলার চেষ্টা করি......
শয়তানঃ আরে দাদা রাখেন তো আপনার বয়স তো কম এসব পরে দেখা যাবে বৃদ্ধ বয়স আছে না।আর দাদা বিয়ের সময় অবশ্যই আপনার চৌদ্দগোষ্ঠীর দাওয়াত দিবেন,সমাজের হুমড়ো চুমড়ো ছোটলোক বড়লোক কাউকে বাদ দিবেন না,মেয়ের জন্য ১০ ভরি গয়না বায়না দেবেন, গায়ে হলুদ,বিয়ে পূর্ববর্তী-পরবর্তী খরচের জন্য অবশ্য লাখ খানিক টাকা রাখবেন,আর মহর আনা যাতে ১০ লাখের কম না হয় একটি পেস্টিজ আছে না(মহর আনা অবশ্যই বাসর ঘরে মাফ চেয়ে নিবেন) .........
পাত্রঃ কিন্তু এত টাকা পাবো কই......
শয়তানঃ দাদা বুদ্ধি থাকলে সবই হয়। শুনেন ব্যাংক থেকে ১৫% হারে ২ লাখ নিবেন,বন্ধুদের কাছ থেকে ১ লাখ,অগ্রিম বেতন ২ মাসের,কলিগদের কাছ থেকে লাখ খানিক আর আপনার চৌদ্দগোষ্ঠীর কাছ থেকে কি ১৪ লাখ নিতে পারবেন না।মাঠে নামেন দাদা দেখবেন কেমনে টাকা আসে.........
পাত্রঃ কিন্তু ঋণ কিভাবে পরিশোধ করবো......
শয়তানঃ ধুর দাদা আপনি না পুরুষ মানুষ। আরে হয়ে যাবে।বিয়ের ব্যাপার না একটু তো খরচ হবেই তা না হলে কি আর বিয়ে বলে। আর পরে ব্যবস্থা একটা হয়ে যাবিনি... দাদা do ফূর্তি।একটু ভাল ভাবে না করলে সমাজ,সম্মান বলে একটা কথা আছে না.........
পাত্রঃ তা ঠিক। কিন্তু আমার যেন কেমন লাগছে.........
শয়তানঃ দাদা এই জন্যই তো প্রথমে বলেছিলাম বয়স কম একটু আকটু ইনজয় করেন বিয়ে তো পরেও করা যাবে রেলমন্ত্রী করছে না...
পাত্রঃ হাহ......
শয়তানঃ জয় হোক তোমার দাদা জয় হোক.........
(কাল্পনিক সুতারাং কারো জীবনে সাথে মেলানোর কোন দরকার নেই আর মিলালে লেখক দায়ী নয়)
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন