কবিতা - ৭
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৩ জানুয়ারি, ২০১৩, ১২:১৯:৩৬ রাত
অস্তিত্তহীন
একটি স্থানে কখন ও আমার হয় নাই যাওয়া
এখন ও কিছু একটা করার জন্য বার বার চেয়ে দেখি
সময় কি ক্ষয়ে গেল?
সময় আমকে কিছু না বলেই চলে যায়
রেখে যায় না কিছুই - তবু আমি কিছু একটা খুজে বেড়াই
অন্ধের মত, অন্ধকারে হাতরে বেড়াই
যদিও চারি দিকে আলো খেলা করে
তবু আমি বসে থাকি
মনে মনে একটার পর একটা দূর্গ গড়ে তুলি
হাসি পায় - একবার হেসে ফেলি নিজের অজান্তে।
আসলে আমার কিছুর করার নেই
তবু কত কিছু করি যার কোন অস্তিত্ত নেই।
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন