কবিতা - ৬
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১২ জানুয়ারি, ২০১৩, ০১:৩৭:১০ দুপুর
পলাতক
সে আমার পিছু নিয়েছে আমি নেই নি তার
সে আমাকে বেসেছে ভাল, আমি হয়েছি পর
আমি স্বার্থপর,
তার দুঃখ আমাকে আনন্দ দেয়, আমার দুঃখ তাকে দেয় দুঃখ
তার মৃত্যু আমার কামনা, আমার দীর্ঘজীবন তার বাসনা,
আমি এক নিষ্ঠুর মানব রোবট
আমি এক পিচাশ উলঙ্গ শয়তান,
সে আমাকে দেখায় আলোর পথ
আমি যাই খারাপ থেকে আরো খারাপের পথে
তার বিপরীতে চলতে আমার বড় সুখ
তার কষ্ট আমার স্বার্থকতা, আমার অভীলাস
তারপর ও সে এ নিষ্ঠুর আমাকে ভালোবাসে,
আমাকে ভালো হতে বলে, আমি হই খারাপ
আমি খারাপ, আমি নষ্ট, আমি শয়তান
আমি যা আছি আমি তাই থাকতে চাই চিরকাল ।
আসলে সব সত্য নয়-
অনেক দিন আগের সেই চিন্তা হয় ইতিহাস
হয়তো তা অগোচরে আছে, পাল্টে গেছে সব
আজ আমি এক জন মানুষ ।
একটি ভালোবাসা আমাকে করেছে মানুষে রুপান্তর
আজ সে নেই তবু চেয়ে আছি তার পথে
আমার ভালোমানুষি আর যাবে না মরে
তুমি তারা হয়ে জ্বলবে আকাশে
আমি রয়ে যাব মাটিতে ।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন