কবিতা - ৫
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১১ জানুয়ারি, ২০১৩, ০৮:৩৯:১৯ রাত
একটি কথা
একটি কথা বলতে এসেছিলো কন্যাটি ।
বলে নাই!
কালো বর্ণের মুখ খানা হয়েছিলো কালো থেকে কালোতর,
একটি কথা বলার জন্য ঘুরে ফিরছে
লোকের মুখে মুখে – আড্ডা খানায় ।
আগ্যহ নেই কারো শোনার ।
গায়ের বস্ত্রটি অবশ্য তার দামি
আর মুখের একটা হাসি ।
কিন্তু ঐ কালোর ভেতর যে কালোটা আছে
কেউ শোনেনি!
এতটা আগ্রহ নেই আমাদের শোনার
আমরা আজ আমাদের নিয়ে বড় বেশি ব্যাস্ত ।
তাইতো আজ ও কালো মেয়েটি
হাসি মাখা কালো মুখ নিয়ে এখনও বসে থাকে ।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন