কবিতা - ৪
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১১ জানুয়ারি, ২০১৩, ১২:৫১:৩৯ দুপুর
প্রেম কি?
প্রেম কি?
এক মুহুর্তের দেখা, হাজার অনুভুতির সৃষ্টি
কিছু বিকালে এক সাথে হেটে চল।
আচমকা হাতে হাত রাখা
মাঝে মাঝে অপলক দৃষ্টি, ঠোটের কোণে মুচকি হাসি,
কিছু সুখের অনুভুতি - কিছু ভুল বোঝাবুঝি
কিছু মিথ্যা সন্দেহ - আর,
রাতে ঘুমের বড়ি, তারপর ও
ঘুমহীন রাত, মুল্যহীন চোখের পানি।
কল্পনার সাত রং
আর তুমি পরে আসো নাই আমার দেওয়া দূল
মনের ভেতর লুকিয়ে থাকা ক্ষোপ
আজ তুমি নীল শাড়ি পরো নি
আমার একটা অনুরোধ তুমি রাখোনি, তাই
মাঝে মাঝে মন খারাপ, আর
তোমার কিছু দুষ্ট আদর।
এই তো প্রেম?
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন