কবিতা - ৩
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৭ জানুয়ারি, ২০১৩, ১০:৩৮:৩৭ সকাল
পাতা
শোকনা পাতাটা বিষন্ন ভাবে মাটিতে আছড়ে পরে
লোক চক্ষুর অন্তরালে-
হাজার হাজার পাতারা বৈশাখি বাতাসে ভাসে,
হাসে বালক বালিকার প্রাণ।
একটি বিপন্ন শোকনা পাতা মাটিতে আছড়ে পরে,
এক দল পাতা কুড়ানি গ্রামের বধূ
খুজে ফেরে শোকনা পাতাদের,
জলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত
আমার বিষন্ন পাতাটা পরে থাকে একা
কেউ কুড়ায় না তাকে
চোখ লজ্জার আবর্তে আবরিত সে।
পিষ্টে ফেলেছে কে যেন তাকে
পদতলে ঝরঝর শব্দে ঝরে আছে কান্নার শব্দ।
তবু মরে না,
খন্ড থেকে লক্ষ খন্ডে পরিনত হয়
এরপর সে বৈশাখি বাতাসে ধরা পরে
ছড়িয়ে পরে প্রতিটি আঙ্গিনায় আঙ্গিনায়।
[ যুগান্তরে প্রকাশিত ]
বিষয়: সাহিত্য
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন