কবিতা - ২১ (আজকের দিনে একজন কে খুব বেশি মনে পরে)

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩২:২৫ সকাল

অব্যক্ত ভালোবাসা

না হয় কিছু কথা বলে ছিলাম তোমায়

কিছু দিনের হয়তো বা পরিচয়

হয়তো তখন ও হয়নি একটি কথা বলার সময়

এখনও হয় নি, তবু বার বার বলতে ইচ্ছা করে।

তুমি এমনই, তোমাকে না দেখলে

আর কখনও দেখতে ইচ্ছা করে না।

আবার দেখলে শুধু দেখতেই ইচ্ছা করে।

এমনটি হবার তো কথা ছিলো না।

বাতি ঘরের মত সারাক্ষন যা জ্বলছে

কোথায় তা হয়তো জানি না

জানার কথা ছিলো না আমার

তবু এখন ও বাতি ঘর জ্বলে

এখন ও নাবিকেরা তা অনুসরন করে

তবে, তার রূপ সময়র আবর্তে পরিবর্তিত।

কিছু কাল, কিছু প্রাণ হয়তো গিয়াছে ক্ষয়ে

তারপর ও তোমাকে, তোমার মত করেই মনে পরে।

বিষয়: সাহিত্য

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File