বাড়ি যাচ্ছি তাহলে...........
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৪ আগস্ট, ২০১৩, ০৩:৫৯:৫৮ রাত
আকাশে সূর্যের আভা পরলেই বাসা থেকে বের হব। উদ্দেশ্য ফরিদপুর। দীর্ঘ ৬ মাস পর বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়েই নানা বাড়ি যাওয়া লাগবে।নানি মারা গেছেন তো তাই তার মিলাদ হবে। সেখানে উপস্তিত থাকতে হবে। পরদিন আবার বাসায় আসতে হবে। দশ দিন ডাকা থাকবো না। তাই নেট ও থাকবে না। ফলে ১০ দিন আর বিডিটুডেতে আসা হবে না। ভালো থাকবেন সকলে। ঈদ মোবারক সকলকে।
বিষয়: বিবিধ
২১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন