ফিরে এলাম একটা নতুন জীবনের স্বাধ নিয়ে। কাল আবার যাব, আমার সকল বন্ধুদের নিয়ে।
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪২:০৪ রাত
এই মাত্র শাহাবাগ মোড় থেকে ফিরে এলাম বাসায়। আজকেই প্রথম গিয়েছিলাম। যেয়ে হতবাগ হয়ে গিয়েছি। এখানে এত মানুষ। এই মানুষের স্লোগান দেখে প্রতিটি রাজাকারের আত্বহত্যা করা উচিৎ। কেননা বর্তমান প্রজন্ম যারা ৭১ দেখে নি তবু তাদের এত ঘৃনা করে। যারা এসেছে তারা কোন রাজনৈতিক দলের হয়ে আসে নি। এসেছে বাংলাদেশের হয়ে। মায়ের পক্ষ হয়ে। হ্যা মা, কেননা যে সব নারীরা ধর্ষিত হয়েছিলো তারাতো বাংলাদেশের এক একটা অংশ আর দেশ তো আমাদের মায়ের মত। যা হোক কাল আবার যাব, সারা দিন থাকেবো। আর যারা ঢাকাতে থাকেন বা তার আশপাশে তারা কাল অবশ্যই আসবেন। কালকের মহা সমাবেশ দেখে যেন এই দেশের প্রিতিটি রাজনৈতিক দলের নেতারা বুঝতে পারে যে এই দেশের মানুষ কোন দলের না হয়ে দেশের জন্য যে কোন সময় এক হয়ে যেতে পারে।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন