কবিতা - ১৮
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৬ জানুয়ারি, ২০১৩, ১০:৩৪:৩৫ রাত
১৯৭১ - ২০১৩
আজ আবার হারাতে বসেছি তাকে
যাকে চেয়ে ছিলাম হাজার বছর ধরে
অথবা যাকে কিনতে হয়েছে
লাখো রক্ত ঢেলে
সেই তুমি
আজ কোথায় যাচ্ছ হারিয়ে।
যে রাতে ঘুমাইতে ছিলো নিশিতের পেঁচা
করুন কান্না আর বেদনার বিনে
বারে বারে ডেকে উঠছিলো
সেই পেঁচা
নির্ঘুম রাতে জেগে ছিলো একা।
পৃথিবী সাঝিতে চায় নতুন রুপে
পোড়া বাগান আবার জেগেছে উঠে
কালে কালে ক্ষয়ে যাওয়া
এ ধরনী থেকে
শকুনের দল, জানি
তাড়াতে গিয়েছিলে তুমি।
বিয়াল্লিশ বছর ধরে
তুমি আছ আমাদের মাঝে
তোমাকে চেয়েছিলাম হাজার বছর ধরে
অথবা তোমাকে কিনতে হয়েছে
লাখো রক্ত ঢেলে
সেই তুমি
আজ কোথায় হারালে।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন