কবিতা - ২২

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৩ মে, ২০১৩, ০৩:৫৩:১১ দুপুর

সমুদ্র



সমুদ্র দেখবো বলে ঘর থেকে বের হয়ে

মহা সমুদ্রের মধ্যে নিজেকে হারাই-

এক একটি জীবন্ত সমুদ্র আমার চার পাশে

নিত্য হেটে চলে, জ্বলজ্যন্ত সমুদ্র।

আমি সমুদ্র্র দেখবো বলে হেটে হেটে বহু দূর চলে যাই

কোন এক রাস্তার পাশে দাড়িয়ে থাকি জীবনকে সাক্ষি রেখে,

কেউ তখন হারিয়ে যায়, আমাদের চোখের সামনে।

আমরা দেখে অশ্রু মুছে ভুলে যাই সব।

তখন সূর্য নতুন একটা দিন উপহার দিবে বলে হারিয়ে যায়

আমি নিজেকে খুজে ফিরি তখন,

কে আমি ? কার জন্য আমার এ পথে পথে হেটে চলা?

উত্তর খুজে পাই না।

পাহাড়ের ঢালে তাই নিজেকে লুকাই

কিছু একটা আমার পাশ ‍দিয়ে হেটে যায় নিঃশব্দে

কিছু একটা বলে যায় হয়তো,

আমি শুনে ও না শোনার ভান করে পরে থাকি,

কি আছে সমুদ্রে?

আজ আমি নিজেই একটা সমুদ্র হয়ে সাক্ষি দেই মহাকালের।



বিষয়: সাহিত্য

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File