কবিত - ১১
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৭ জানুয়ারি, ২০১৩, ০৮:৪০:১৫ রাত
পৃথিবী শূন্য পরে রবে
জানি আমি, একদিন করে একদিন যাবে
হারাবে সব পৃথিবীর তরে – আবার ও নতুন করে
সৃষ্টি হবে, ধ্বংশের আগে।
একদিন জানি পৃথিবী শূন্য পরে রবে।
নিকটের সব উৎসব – আহত, ক্রন্ধন রত
পৃথিবীর ওপারের উৎসবে-
হারাতে চাহেনা কেহ
যদিও সব হারাবে-
আমাদের পায়ের শব্দ থেমে গেলে।
একদিন তুমি চলেছিলে আমারও পায়ের পথে
একই উৎসবে, একই বটমূলে
একই ছায়াতলে হেটেছিলাম আমরা নিজেকে সঙ্গী করে,
তুমি থেমে গেলে-
ঘুমিয়ে থাকি আমরা পৃথিবীর বুকে।
তবুও উৎসব চলে
নতুন রং আর সং মেখে
আকাশের নিচে একই ছায়াতলে,
রাত গভীরে এখনও পেঁচারা ডাকে
মাঠে মাঠে সোনালি ফসল এখনও ফলে
যদিও সব হারাবে, পৃথিবী শূন্য পরে রবে।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন