এটা কেমন মুসলিম মানসিকতা
লিখেছেন লিখেছেন ঈগল ২১ জুলাই, ২০১৪, ০২:৫২:৩২ দুপুর
দেখুন কিছু মুসলিম মানসিকতা
=========
ক) আপনি কেন মুসলিমঃ- মুসলিম ঘরে জম্মগ্রহণ করেছি বলে!
খ) আপনি কেন হানাফিঃ- হানাফি ঘরে জম্ম গ্রহণ করেছি বলে!
হায়! এই লোক যদি হিন্দু ঘরে জম্ম গ্রহণ করত তাহলে কি সে হিন্দু হত!!
============================================
দেখুন কিছু মিথ্যা মানসিকতা
ক) চার মাযহাব ফরয!
খ) তারাবিহ স্বলাত ২০ রাকাত এটা ইজমা হয়েছে!
হায়! এসব মিথ্যা দাবিও মুসলিমরা মেনে নিয়েছে। কোন বিধানকে ফযর করার ক্ষমতা একমাত্র আল্লাহর এটাও তারা ভুলে গেছে!
অদ্ভুত মানসিকতা
চার মাযহাবই হক' এই দাবি যিনি করছেন তিনিই আবার ইমাম সাহেবের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা হারাম এই ফতোয়া জারি করছেন। অর্থাৎ তিনিই তার দাবিতে মিথ্যাবাদী। কারণ তিনি এখানে শাফেঈী মাযহাবকে বেঠিক প্রমাণ করার জন্য প্রাণাতিপাত করছেন!
==================================================
অযৌক্তিক দাবি
ক) একজন মূর্খ মানুষ মাযহাব বা পীর মানতে বাধ্য, সে কি আর সঠিক বেঠিক বুঝে।
হায়! এই দাবিদার যে আরও মহামুর্খ এটা তাকে কে বুঝাবে! এই জ্ঞানী নামধারী মহামূর্খ যে, প্রকারান্তরে সকল অশিক্ষিত মানুষকে নিষ্পাপ বানিয়ে দিল এটা তাকে কে বুঝাবে?
অদ্ভুত মানসিকতা
অশিক্ষিত লোক পীর ধরতে বা মাযহাব মানতে বাধ্য এই দাবি যিনি করছেন তিনিই আবার রাজাবাগের অশিক্ষিত মুরিদকে গোমরাহ বলতে একটুও দ্বিধা করছেন না! র্থাৎ তিনিই তার দাবিতে মিথ্যাবাদী। তার দাবি অনুযায়ী একজন অশিক্ষিত লোক সত্য-মিথ্যার পার্থক্য করতে পারে না বিধায় সে একজন পীর ধরতে বাধ্য। কিন্তু ঐ অশিক্ষিত লোক যখন তার পছন্দের পীরের অনুসারী না হয়ে অন্য পীরের অনুসারী হচ্ছে তখন এই মিথ্যাবাদী দাজ্জাল ঐ অশিক্ষিত লোকটিকে গোমরা বলে ফতোয়া দিচ্ছে।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
“একজন মূর্খ মানুষ মাযহাব বা পীর মানতে বাধ্য” এই ধরনের কথা আপনি কোথায় পেয়েছেন জানালে হয়তো আপনার কথা গুলো গুরুত্ব পেত।
মন্তব্য করতে লগইন করুন