অতুলনিয়া

লিখেছেন লিখেছেন ভাব পাগলা ১০ জানুয়ারি, ২০১৩, ০৩:০৩:২৪ রাত

শুনেছিনু বহু গুনকীর্তন সম

যতখানি যশ তব ; তুমি অনুপম

একথাই ভেবেছিনু শুধু বারে বারে,

ভেবেছি বিদুষী তুমি এঁকেছি তোমারে,

নানা রঙে বহুরূপে কল্পলোকে মোর ;

আমার এ সব যেন স্বপনের ঘোর

টুটিল নিমিষে যবে হেরিনু তোমায় ;

আমার আপন মনে সৃজিত ধরায়

যেই তুমি ছিলে, আজ দেখিলাম এসে

তাহা হতে বহু উর্ধ্বে সম্রাজ্ঞী বেশে

আপন আসনে বসে ছড়াইছ জ্যুতি

ধন্য রূপবতী তুমি ধন্য গুণবতী I

বিষয়: সাহিত্য

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File