দাদার ধাঁধা
লিখেছেন লিখেছেন ভাব পাগলা ০৭ জানুয়ারি, ২০১৩, ০৮:০৩:৪১ সকাল
দাদু মারা গেলেন, বন্ধুর দাদু, চল্লিশার আয়োজন চলছে, বন্ধু এসে ধরে বসলেন কিছু একটা লিখে দিতেই হবে, ফ্রেমে বাধাই করে রাখা যায় এমন কিছু I সময় অতি অল্প, মাথায় তো কিছুই আসছেনা; কে না কে পড়ে বসে সেই ভয়ে যাই কিছু আসছে তাও আবার লিখতে সাহস হচ্ছেনা, তার পরও লিখতে যখন হবেই তো লিখতেই বসলাম, সেও আবার কবিতা; বন্ধুর আর্জি তা যে দাদুর জন্যেই লেখা সেটা যেন পড়লেই বুঝা যায়, সে চেষ্ঠাও করলাম,কিভাবে জানি সফলতাও পেয়ে গেলাম দারুন ভাবে; কবিতা লেখা হলো, কথা মত ফ্রেমেও বন্দী হলো; বহু পাঠক কর্তৃক পঠিত এবং চমত্কার হয়েছে বলে মন্তব্যও হলো, অনেকের মধ্যে আবার কবি সম্পর্কেও যথেষ্ট কৌতহল লক্ষ্য করা গেল, --- অবশ্য এই দুইটা কথা বন্ধুর কাছ থেকে শুনে বলা I --- যাই হোক দাদুর নাম "হাজী ইরফান আলী " I কবিতায় কবিত্ব এবং দাদুর নাম দুটিই একসাথে ধরে রাখতে হবে ; রাখলামও বটে, তবে অবয়ব যেটা দাড়ালো সেটা নিম্নরূপ ---
হায়! একি দৃশ্য দেখিলাম আমি আজ !
জীবনের সবটুকু রঙ্গিলা সাজ,
ইতিহাস বৈভব সম্ভ্রমরাজী
রয়ে গেল ধরিত্রীর শূন্য বক্ষে আজি ;
ফাঁকা ইমারত তব শূন্য আবাসন,
নয়নে প্লাবন ধারা বক্ষে হুতাশন I
আজি কাঁদি মোরা তব লাগি' তবু তুমি
লীলা সাঙ্গ করি ছাড়িলে এ বিশ্বভূমি II
আট লাইনের একটা ছুট্ট কবিতা I বন্ধুদের কাছে আমার ধাঁধা--- দাদা এর ভিতরে কোথায় ? ধন্যবাদ
বিষয়: সাহিত্য
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন