প্রশান্তি

লিখেছেন লিখেছেন ভাব পাগলা ০৪ জানুয়ারি, ২০১৩, ০৮:৫৩:১৮ সকাল



দিগন্তের প্রান্তে ছুটিলাম

চরম আলস্যে মহাব্যস্ত ধরাধাম!

দেখিলাম

বুঝেনাই মোর আকুতি;

মম সর্বশেষ প্রনতী

রাখি তার তরে

নির্বিঘ্নে অকাতরে

ছুটিলাম পুনঃ মহাবিশ্বের পানে,

যদি পাই খুজে নিব সেই খানে I

বহুকাল ঘুরিলাম

স্বর্গের প্রান্তে প্রান্তে,

অবশেষে দিবসের অবসান্তে

মর্তের পানে ছুটিলাম পুনরায়;

বসন্তের কোন মায়াবতী বায়,

কভু গ্রীষ্মের খ্যাপা বিধ্বংসন,

কখনোবা ঝরোঝরো বর্ষণ

দেখিলাম খুজি খুজি,

হতাশায় দুটি চুক্ষু বুজি

ফিরছিল বারে বারে;

তবু খুজিলাম অকাতরে,

অবশেষে কোন জৈষ্ঠের

কোন শান্ত দুপুরে

তব ক্রোড়ের উপরে

মম পরিশ্রান্ত কায়া খানি

রাখি, তব হাত দুটি টানি

ধীরে ধীরে বুজিলাম দুটি আখী;

পরম মমতায় ভালবাসা মাখি

মম রুক্ষতারে

শান্ত করিবার তরে

বুলাইলে তব দুটি হাত,

তখনিত অকস্মাৎ

বুঝিলাম -- তারেইতো বহুযুগ ধরে

স্বর্গ মর্ত জুড়ে

খুজিয়া ফিরিছি বারে বারে!!

--- বলত কি বলিব তারে ?

একটা মৃদু হাসি

ভালবাসা রাশি রাশি

ছড়াইয়া বলিলে মোরে

--- জনম জনম খুজিছ যারে

এটা সেই ধন হয়

জগতে সুখ তারে কয় I

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File