আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসঃ কিছু ছবি ও একটি দুর্লভ ভিডিও
লিখেছেন লিখেছেন চোথাবাজ ১০ জানুয়ারি, ২০১৩, ০৩:৩৬:২৮ রাত
ছবিঃ হাজারো জনতার মাঝে হাত নাড়ছেন জাতির জনক
আমেরিকার এনবিসি টিভিতে প্রচারিত এই দুর্লভ ভিডিওটি বলে দেয় বঙ্গবন্ধুর আকাশচুম্বী জনপ্রিয়তা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন বাংলাদেশের অবিসংবাদিত এ নেতা। ১৯৭১ সালে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পরপরই পাকিস্তানি সামরিক জান্তা ২৫শে মার্চ রাতে তাকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করে কারাগারে পাঠায়। দেশের স্বাধীনতাকামী মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে শেষ করে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে কারাভ্যন্তরে হত্যার ষড়যন্ত্র করে হানাদার বাহিনী। যুদ্ধকালীন নয় মাস বাংলাদেশের মানুষ জানতে পারেনি তাদের প্রিয় নেতা কোথায় কিভাবে আছেন। মুক্তিযুদ্ধের নয় মাস বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিশালায় অসহনীয় নির্যাতনের মধ্যে এবং প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। তার জন্য কবর খনন করা হয়েছিল। তবে তার মুক্তির দাবিতে বিশ্বব্যাপী অভূতপূর্ব জনমত গড়ে উঠেছিল। বিশ্ব নেতারা তার মুক্তির দাবিতে সোচ্চার হলে পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাধ্য হয়ে তাকে সসম্মানে মুক্তি দেয়। দেশে ফিরে দেশবাসীর বিপুল সংবর্ধনা আর উষ্ণ অভ্যর্থনা পান বঙ্গবন্ধু। তেজগাঁও বিমানবন্দর থেকে তৎকালীন রেসকোর্স ময়দান পর্যন্ত রাস্তার দু’পাশে লাখো নারী-পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্বাধীন দেশের মাটিতে অভ্যর্থনা জানায়। দেশে ফিরে জনতার মুজিব ধানমন্ডির বাসায় না গিয়ে সোজা চলে যান রেসকোর্সের জনসমাবেশে। যেখান থেকে ৭ই মার্চ দৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ দেশে ফেরার পর বঙ্গবন্ধু নিজেই তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।
বিষয়: বিবিধ
২৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন