মাথা যেহেতু ডুকেছে বাকীটাও ডুকবে ----

লিখেছেন লিখেছেন তহুরা ২৯ মার্চ, ২০১৪, ০৫:৩৭:২১ বিকাল



এইরকম সাহসিকতার অপেক্ষায় ছিলাম অনেক দিন । বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে ও এরকম সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়নাই । আর হয়নাই বলেই ৭৫রের সূর্য সন্তানেরা ফাঁসির কাষ্টে ঝুলেছে । তারেক রহমানের এক ভাষণেই হাসিনা থেকে শুরু করে সকলের পেটে মোচড় দিয়েছে । অনলাইনে অনেক তথ্য দিয়ে অনেক কিছু বুঝাবার চেষ্টা করেছি , হয়তো হয়েছে অনেক সময় হয়তো না । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের প্রথম রাষ্ট্র পতি আরেকদিন তথ্য প্রমান হাজির করেছিলাম কিন্তু না আগায় নাই বিষয়খানা । ৭ মার্চ বা ১৭ই এপ্রিল না হয়ে ২৬ শে মার্চ যেহেতু স্বাধীনতা দিবস সেহেতু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ।

রাম ছাগী থেকে শুরু করে বাচ্চা ছাগল পর্যন্ত সকলেই শধু ম্যা ম্যা করছে । কালা বিলাই গ্রামীণ একটা লোক কথা বলি " মাথা যেহেতু এত দিন পরে ডুকেছে বাকীটাও ডুকবে সহসা , কষ্ঠ করে একটু ব্যাথা তা সহ্য কর " ।

শুধু এত টুকুই বলবো ইতিহাস কে আমরা পথ দেখাইনা , ইতিহাসই আমাদের পথ দেখিয়ে দিবে । শুধু ইতিহাসকে শক্ত করে আকড়ে ধরতে হবে আমাদের । মন গড়া ইতিহাসের কবর রচনা করবো আল্লাহ্‌ পাক যদি সহায় হয় ।

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199812
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪১
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : খালেদা জিয়ার আরো আগেই বাকবাকুম বাকবাকুম করা উচিত ছিল। তাহলে আরো আগেই খট খট করে আন্ডার বাচ্চা সহ স্বীকার করত জিয়াউর রহমান কি ছিল।
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
149460
তহুরা লিখেছেন : মূল্যবান মন্তব্য জন্য ধন্যবাদ
199816
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
149463
তহুরা লিখেছেন : অনেক ধন্যবাদ
199837
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
দুষ্টু পোলা লিখেছেন : কিসের মাথা ডুকেছে আপু I Don't Want To See I Don't Want To See
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
149478
তহুরা লিখেছেন :
199867
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০১
নীল জোছনা লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে। বহুত গিয়ান অর্জন করতি পারলাম। আরো বেশী বেশী লিখুন
199879
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
জোবাইর চৌধুরী লিখেছেন : স্বীকার না করে উপায় নেই, আরো অনেক কিছুই বেরিয়ে আসবে। ৭৫ সালে সেনাবাহিনীর মধ্যে জাসদের গণবাহিনীর লিফলেট বিতরনের জন্যে আগামীতে ইনুর বিচার করা উচিৎ।
১০
200012
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেশি কথা বলতে গিয়ে সত্য স্বিকার করে ফেলেছে বেচারা বিলাই।
১২
200094
৩০ মার্চ ২০১৪ রাত ০৪:৫১
ভিশু লিখেছেন : সুরঞ্জিতের অনেক কথাই রেললাইনের পাশের বাজারে (!)শক্তিবর্ধক আটার বড়ি বিক্রেতাদের মতো মনে হয়! একজন আপদমস্তক সলিড ফটকাবাজ!
৩১ মার্চ ২০১৪ রাত ০৪:৩৯
150331
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File