কৌশলটা খারাপ না!
লিখেছেন লিখেছেন তহুরা ০৫ মার্চ, ২০১৪, ০৬:৪০:০৬ সকাল
দেশের অর্থ সম্পদ লুটপাট করে খাওয়া অবৈধ সরকারের এমপি মন্ত্রীদের এই দশা করলে কেমন হয়?
ভারতের আদালত চত্বরে গাড়ি থেকে নামার পর পরই ৭৫ হাজার কোটি রুপির মালিক সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছিটিয়ে দিয়েছেন মনোজ শর্মা নামের এক ব্যক্তি। কালি ছুড়েই ক্ষান্ত হননি তিনি। চিত্কার করে বলতে থাকেন, ‘সুব্রত রায় একজন চোর।
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব বাঙ্গালীরা দুই নারীর আছলে মুখ মুচার জন্য সংগ্রাম করছে, চোর ধরার সময় কই?
কারণ তার মান এত শক্ত যে তা কিয়ামত পর্যন্ত থাকবে হাজারও জুতা দিয়ে পিটালেও ।
মন্তব্য করতে লগইন করুন