আওয়ামীলীগের লোটপাট ও মিথ্যাচারে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে ।
লিখেছেন লিখেছেন তহুরা ০১ মার্চ, ২০১৪, ০৫:৫১:০৮ সকাল

গতকালের নির্বাচনের ফলাফলঃ
জামায়াত = ৩১
বিএনপি = ২৯
আ'লীগ = ২৮
উপরের ফলাফল টি হলো উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের, এই একই ফলাফল হতো চেয়ারম্যান পদেও যদি হায়েনার দল ডাকাতি না করতো, জামায়াত চেয়ারম্যান প্রার্থী দিয়েছিল ২৮ টি উপজেলায়,২১টিতে জয় নিশ্চিত ছিলো,জনগণ জামায়াত কে ভোট দিয়েছে ঠিকই কিন্তু রাতের অন্ধকারে তা পাল্টে দিয়েছে হায়েনার সরকার, তারপর ও আল্লাহর দরবারে লাখো শুকরিয়া,হাজারো প্রতিবন্ধকতার মাঝে এ বিজয় অনেক বড় বিজয়..আরেকটা জিনিস লক্ষনীয় এই নির্বাচনে যে ভাইস চেয়ারম্যান বলে একটা পদ ছিলো হলুদ মিডিয়া গুলোর খুব কষ্ঠ হচ্ছে তা বলতে কারণ জামায়াত ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যা পেয়েছে ...একদিকে চলবে বাতিলের যতো জুলুম,অত্যাচার আর অন্য দিকে আওয়াজ উঠবে নারায়ে তকবীরের,
বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয় তো ফিরবে বিজয়ের বেসে নয় তো ফিরবে তার কফিন .




বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জীবন্ত আব্দুল কাদের মোল্লার চাইতে অনেকগুন শক্তিশালী শহীদ আব্দুল কাদের মোল্লা।
আল্লাহু আকবর, লাখো মানুষের ঢল নেমেছে সারা বাংলায়।
কোথায় শেখ মুজিব আর কোথায় কাদের মোল্লা।
কোথায় চৌকির তলা কোথায় আগরতলা।
মন্তব্য করতে লগইন করুন