ফাঁসির জন্য প্রহর গুনছিলেন আবদুল কাদের মোল্লা।
লিখেছেন লিখেছেন তহুরা ১২ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৯:০৮ সকাল

ফাঁসির জন্য প্রহর গুনছিলেন আবদুল কাদের মোল্লা। ঘড়ির দিকে খেয়াল ছিল না তার। হয়তোবা জীবনের কিছু হিসাব মিলাচ্ছিলেন। কিংবা চিন্তা করছিলেন, শুধু রাজনৈতিক কারনে তাকে আজ এ পর্যন্ত আসতে হলো। হয়তো এভাবেই শেষ ঘন্টাটি পার করতে চাইলেন কাদের মোল্লা। কিন্তু সময়ের ফাঁকে ঘড়ির কাঁটা কখন যে ১২টা ১ মিনিট অতিক্রম করে গেছে কিংবা ব্যারিস্টার আবদুর রাজ্জাকরা তা থামিয়ে দিয়েছেন তাতো কাদের মোল্লা তখনো জানেন না। জানার কথাও না। হঠাৎ রাতের ঠিক ১২টা ১২ মিনিটে ঘড়ির দিকে চোখ যায় কাদের মোল্লার। চমকে উঠেন তিনি। কী হলো? কারা কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি। ততক্ষনে কারা কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেন- 'আপনার ফাঁসি আজ রাতে হচ্ছে না।' এবং বিস্তারিত বলেন তাকে। কারা সূত্রে জানা গেছে, এ খবর শোনার পর ১ গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েন কাদের মোল্লা। অন্যদিকে কারা কর্তৃপক্ষও সবকিছু প্রস্তুত রেখেছিল। শুধু কাদের মোল্লার গোসল বাকি ছিল। আর সবকিছু তারা রেডি করে রেখেছিলেন। কিন্তু তারপরই ঘটে গেল ইতিহাসের একটি বিরল ঘটনা।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন