আওয়ামী নাস্তিক লীগ নিজের বাবাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে !!
লিখেছেন লিখেছেন তহুরা ১৯ আগস্ট, ২০১৩, ০৯:৪৭:৩৯ সকাল
___
_____________________________
তার দোষ সে বেশি ভাত খেতে চায়। এই বৃদ্ধের কাছে কেউ গেলে হা্ও মা্ও করে কেঁদে বলে ”ঠান্ডায় মইরা গেলাম, বাবা তুমি আমারে বাছা্ও আর... আর আমি বেশি ভাত কাইমুনা”। কষ্ঠে চোখে পানি ধরে রাখতে কেউ পারবে না। তাকে ছাড়তে গেলে তার ছেলের সাথে সবার তর্ক হয়। ছেলে আওয়ামীলীগের নেতা হওয়ায় তাকে ছাড়াতে পারিনি।
কুলাংগার সন্তানের চেয়ে মরে যাওয়া টা অনেক ভালো ছিল এক কথা বলল মজলুম বাবা । এই নেক্কার জনক কাজের প্রতিবাদ করতে ভুলবেননা।
এমন কুলাঙ্গারদের ধিক্কার জানানো ছাড়া অন্য কোন ভাষা জানা নাই !!!
এখানে আরেক শাহবাগী নাস্তিক নিজের পিতামাতাকে জবাই করল । ধর ধর -জবাই কর ।। শাহবাগে শিক্ষা নিয়ে ঘরে এসে বাস্তবায়ন করল ।
বিষয়: বিবিধ
২৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন