আওয়ামীপন্হী এক বন্ধবী তীব্র হতাশা ও ক্ষোভ নিয়ে বলল-
লিখেছেন লিখেছেন তহুরা ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৪:৩৭ সন্ধ্যা
আওয়ামীপন্হী এক বন্ধবী তীব্র হতাশা ও ক্ষোভ নিয়ে বলল , "আমাদের এই আমলেই জামাত-শিবিরের শক্তি আরো বেড়ে গেছে । ওদের প্রথম সারির সব নেতা এবং শত শত কমী জেলে ভরার পরও আজকে তারা রাজধানীর কেন্দ্রে যে শো-ডাউন করলো, গত ১০ বছরেও ওদের এত বড় মিছিল দেখিনি । গত কয়েকদিন ধরে যে পুলিশকে শিবিরের পোলাপাইন মেরে তুলাধুনা করল, আজকে দেখি সেই পুলিশকে ওরা রজনীগন্ধার স্টিক দিচ্ছে । আসলে কোথা থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি আমাদের সরকার ও দল এখন ভীষন বেকায়দায় পড়েছে । হানিফ আর কামরুল সাহেবরা না হয় মাল কামিয়ে কানাড়া-মালয়েশিয়ায় পালানোর ব্যবস্হা করে রেখেছে, কিন্ত সরকারের পতনের পর এই জামাত-শিবির ও বিএনপির হাত থেকে আমাদের মাঠের ছেলেদের রক্ষা করবে কে?"
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন