আল্লামা শাহ আহমদ শফি সাহেব হেলিকপ্টার যোগে বগুড়ার মহাসমাবেশে

লিখেছেন লিখেছেন তহুরা ৩০ এপ্রিল, ২০১৩, ০৮:২৮:০৩ রাত



আল্লামা শাহ আহমদ শফি সাহেব (দাঃ বাঃ) 12.35 মিনিটে হাটহাজারী ছেড়ে বগুড়ার মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন, হেলিকপ্টারে দেখা যাচ্ছে সামনের সিটে হুজুর বসা, এবং পেছনের দুই ছিটে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী সাহেব এবং হুজুরের খাদেম মাওঃ শফি,

বিশেষ সূত্রে প্রাপ্ত সংবাদ হুজুর বগুরা সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং ৫ই মে ঢাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের পর ফিরবেন;

ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।




বিষয়: বিবিধ

৩০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File