ফোন কোম্পানির বিজ্ঞাপনে দেশপ্রেম আছে বাস্তবে নেই!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৯ মার্চ, ২০১৩, ০৯:০২:৩৭ রাত
ইদানীং অত্যান্ত দুঃখের সাথে লক্ষ করছি বিদেশি কিছু রক্তচুশে খাওয়া ফোন কোম্পানি তাদের বিজ্ঞাপন থিম হিসেবে আমাদের দেশপ্রেম কে বেছে নিয়েছে। ফোন কোম্পানি গুলো দেখাচ্ছে বঙ্গদেশের ড্রাইভার সাংবাদিক দোকানদার সহ সকল মানুষ দেশ প্রেমিক ! এই দেশ প্রেম প্রেম খেলা বিশ্বাস করতে পারলে ভালো হতো, কিন্তু আমরা ভালো করেই জানি বিজ্ঞাপন মানে মিথ্যে কথা। যেমন সুপার গুলু লাগিয়ে পানি থেকে মাছ তুলে আনা, অথবা ক্রিম ব্যাবহারে ধবধবে ধবল করে ফেলা অথবা টাক মাথায় চুল গজায় তৈল দিলে!!
প্রশ্ন হচ্ছে বিদেশি ফোন কোম্পানি গুলো কেন এমন হঠাৎ করেই আমাদের দেশপ্রেমের পিছনে লেগে পড়েছে? দেশপ্রেম নিয়ে তাদের ব্যাবসা কেন?
এর উত্তর জানার আগে নিজেকে প্রশ্ন করলাম আমি কি দেশ প্রেমিক?
উত্তর এলো না। আমি মোটেও দেশ প্রেমিক নই। আসলে আমরা কেউ দেশ প্রেমিক না। সবাই স্বাথপর।
তবে দেশ প্রম নিয়ে অভ্যান্তরীন ব্যবসা অবশ্য বহুদিন ধরেই চলছে।
আওমীলীগ, বিএনপি,জামায়াত, জাতিয়পার্টি সহ সকল রাজনৈতীক দলও বলে থাকেন তারা দেশ প্রেমিক!
আম জনতাও বলেন তারা দেশ প্রেমিক!
কিন্তু বাস্তবতা হলো এই দেশে বর্তমানে ৫% লোকও দেশ প্রেমিক না।
সমাজের প্রতিটি পদে আজ দুঃনীতি, ঘুষ চুরি, বাটপারি, কমিশন এসব নিয়েই দেশ চলছে।
আজ সিএনজির মিটারে দেখলাম উঠেছে ১৬৪ টাকা, অথচ আমাকে পরিশোধ করতে হলো চুক্তি করা ৩৫০ টাকা! তৈল এর বোতলে যে দাম লেখা আছে, আমাকে পরিশোধ করতে হয় তারচেয়ে বেশি।
মেডিসনের দাম বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে, পোষাকের দাম বাড়ছে। এই দাম নির্ধারণে সরকারকে দুই পয়সার মূল্য কিন্তু দিচ্ছেনা কোম্পানি গুলো। তারা শুধু মুনাফা করছে। কোম্পানি ওয়ালাদের ইচ্ছেমত সব চলছে দেখার কেউ নেই। দেশপ্রেম থাকলে এভাবে কি গলা কাটা যায়?
দেশপ্রেম থাকলে কি এভাবে হরতাল দেওয়া যায়?
দেশ প্রেম থাকলে কি গনহত্যা চালানো যায়?
আসলে আমাদের দেশপ্রেম নেই বলেই আজ বিদেশি ফোন কোম্পানি গুলো আমাদের দেশপ্রেমকে পন্য বানিয়ে বিক্রি করছে। টেলিটক আমাদের ফোন অথচ সরকারের দেশ প্রেম নেই বলেই তা অর্থব হয়ে পড়ে আছে।
এদেশে যারা ক্রাইম করে পুলিশ তাদের বন্ধু। স্বাধীনতার পর থেকেই দেখা গিয়েছে পুলিশ সব সময় দুনীতিবাজ আর চোর বাটপারদের পক্ষে কাজ করে আসছে। কেননা তারা অবৈধ্য পয়সার ভাগ পায়। উকিল বিচারক সবাই আজ ঘুস খায়। এমনকি সম্মানিত ডাক্তার সাহেবরাও অহেতুক টেষ্ট দিয়ে থাকেন কমিশনের নেশায়। পরিবেশবীদরাও টাকা পেলে সব কিছু ছাড় দেয়। সাংবাদিক বুদ্ধিজীবীরাও আজ ভাড়া খাটছে তারা নৈতীকতা হারিয়ে ফেলছে।
দেশপ্রেম তাই এখন টিভিতে দেখছি।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন