ছবি সমাচার:

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ জানুয়ারি, ২০১৪, ০৮:১৮:৫৪ রাত





আজকে সকাল থেকে ফেসবুকে দুটি ছবি নিয়ে কয়েক হাজার স্ট্রাটাস দেখলাম। প্রথম টাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অনুগত মোসাসাহেবদের নিয়ে অট্রহাসিতে ভেংগে পড়েছেন। হাতকচলিয়ে অন্যরা ও হাসছে। হাসি খুশি থাকা স্বাস্থ্যর জন্য ভালো। কিন্তু সেই হাসিটা যখন অন্যদের ক্ষতির পর হাসা হয় তখন ভুক্ত ভোগীদের কাছে সেটা অসহ্য লাগে। যেমন গতকাল এক বিএনপি নেতাকে দেখলাম প্রধানমন্ত্রীর পিঠা উৎসবকে কটাক্ষ করছেন!

দ্বিতীয় ছবিটা অমি রহমান পিয়ালের। যিনি প্রধানমন্ত্রী ঘোষীত দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা। বিখ্যাত চটি লেখক। শাহবাগে কথিত গণজাগরন মঞ্চের কল্যানে যিনি আগাচৌ এর মত চেতনার বিষয়ক কলম যোদ্ধা। তার একটি ব্যাক্তিগত ছবি। যেখানে তাকে উলংঙ্গ অবস্থায় বিবস্ত এক নারীর সংগে দেখা গিয়েছে।

এই রকম একটি ছবি যারা প্রচার করেছে তারা হয়ত ওনার খুব কাছের আর না হলে অনেক দুরের। তবে তাদের উদ্দেশ্য এক, তারা উনার চরিত্র হনন করতে চাইছে।

কিন্তু এই পরিশ্রম যারা করেছে তাদের জন্য করুনাই হল। কেননা বিভিন্ন সময়ে যারা অনলাইনে কাজ করছেন তারা সবাই পিয়াল সাহেব কে চিনেন। এই ছবি তাই তেমন একটা আলোচিত হবার কথা না। ইতিমধ্য এই ছবি অনেকে ডাউনলোড করে বরং নিজেদের কম্পিউটার নাপাক করলেন।

বিষয়: বিবিধ

২০৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168100
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
প্রিন্সিপাল লিখেছেন : এই দেখ না বুবুজানের হাসীর খবর বলে যাই।
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
122003
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক
168102
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
168109
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হাসি খুশি থাকা স্বাস্থ্যর জন্য ভালো। কিন্তু সেই হাসিটা যখন অন্যদের ক্ষতির পর হাসা হয় তখন ভুক্ত ভোগীদের কাছে সেটা অসহ্য লাগে
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
122022
এম এম ওবায়দুর রহমান লিখেছেন :
ধন্যবাদ
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৬
122383
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চূ চূক চূক
168113
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
বড়মামা লিখেছেন : একেবারে অম্রিসপুরীর হাসি সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
122021
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
168119
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
168123
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
জেদ্দাবাসী লিখেছেন : পোস্টে প্লাস++++++++++ ধন্যবাদ

অবৈধ প্রধানমন্ত্রীর পোষা প্রাণী গুলোর নাম জানতে ইচ্ছা করছে।
168174
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্যাখার দরকার নাই, এই ছবিটি ভবিষ্যত ইতিহাসে একটি সঙ্গয়ের নজির হয়ে থাকবে। মূলত ছবিটি হাজারো কথার উত্তর দিচ্ছে। এটিএম শামশুজ্জমানের খল চরিত্রের সাথে প্রধানমন্ত্রীর হাসিটি শতভাগ একাকার হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি খল চরিত্রে অভিনয় করলে সম্ভবত শামশুজ্জমানক্ওে হার মানাতেন। অনেক ধন্যবাদ
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৭
122111
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ
168399
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৬
সাইদ লিখেছেন : অনেক ভালো লাগলো।ধন্যবাদ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৯
136661
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক শুভেচ্ছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File