ছবি সমাচার:
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ জানুয়ারি, ২০১৪, ০৮:১৮:৫৪ রাত
আজকে সকাল থেকে ফেসবুকে দুটি ছবি নিয়ে কয়েক হাজার স্ট্রাটাস দেখলাম। প্রথম টাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অনুগত মোসাসাহেবদের নিয়ে অট্রহাসিতে ভেংগে পড়েছেন। হাতকচলিয়ে অন্যরা ও হাসছে। হাসি খুশি থাকা স্বাস্থ্যর জন্য ভালো। কিন্তু সেই হাসিটা যখন অন্যদের ক্ষতির পর হাসা হয় তখন ভুক্ত ভোগীদের কাছে সেটা অসহ্য লাগে। যেমন গতকাল এক বিএনপি নেতাকে দেখলাম প্রধানমন্ত্রীর পিঠা উৎসবকে কটাক্ষ করছেন!
দ্বিতীয় ছবিটা অমি রহমান পিয়ালের। যিনি প্রধানমন্ত্রী ঘোষীত দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা। বিখ্যাত চটি লেখক। শাহবাগে কথিত গণজাগরন মঞ্চের কল্যানে যিনি আগাচৌ এর মত চেতনার বিষয়ক কলম যোদ্ধা। তার একটি ব্যাক্তিগত ছবি। যেখানে তাকে উলংঙ্গ অবস্থায় বিবস্ত এক নারীর সংগে দেখা গিয়েছে।
এই রকম একটি ছবি যারা প্রচার করেছে তারা হয়ত ওনার খুব কাছের আর না হলে অনেক দুরের। তবে তাদের উদ্দেশ্য এক, তারা উনার চরিত্র হনন করতে চাইছে।
কিন্তু এই পরিশ্রম যারা করেছে তাদের জন্য করুনাই হল। কেননা বিভিন্ন সময়ে যারা অনলাইনে কাজ করছেন তারা সবাই পিয়াল সাহেব কে চিনেন। এই ছবি তাই তেমন একটা আলোচিত হবার কথা না। ইতিমধ্য এই ছবি অনেকে ডাউনলোড করে বরং নিজেদের কম্পিউটার নাপাক করলেন।
বিষয়: বিবিধ
২০৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
অবৈধ প্রধানমন্ত্রীর পোষা প্রাণী গুলোর নাম জানতে ইচ্ছা করছে।
মন্তব্য করতে লগইন করুন