আমি কেন ব্লগে মজা পাইনা?

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২২ জানুয়ারি, ২০১৪, ০৪:১২:০৮ বিকাল

এক সময় অনলাইনে আসলে ব্লগে পড়ে থাকতাম। সোনার বাংলা আর সামুতে বেশ জনপ্রিয়ই ছিলাম। ব্লগারদের সংগে ভাল আন্তরিক সর্ম্পক হয়ে উঠে ছিল। কিন্তু নানান ক্যাচাল আর মডুদের খামখেয়ালী আচরণের কারনে এক সময় ব্লগ ছাড়তে হয়। আবশ্য সামু আমাকে তো ব্যান করেই দিল। যাইহোক এরপর আরো বেশ কিছু ব্লগ গড়ে উঠেছে। এবং কাকতলিয় ভাবে আমি দুইটি ব্লগের মডু হয়ে গিয়েছিলাম!!

কিন্তু এখন আর কেন যেন ব্লগে যাওয়া হয়না। যতটুকু সময় পাই ফেসবুকে থাকি। ব্লগ গুলোতেও আগের মত ভাল রাইটার নেই। তাই মাঝে মাঝে ব্লগে ঢু মারতে গিয়ে হতাশ হই।

বিভিন্ন সময়ে অনেক পরিশ্রম করে লেখা বিনা নোটিশে মুছে দিতো কাপুরুষ মডুরা। এটা নিয়ে অনেক বলেছি। আসলে সত্যি বলতে, ব্লগের মডুদের যোগ্যতাও অনেক সময় আমা কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।

প্রিয় ফেসবুক বন্ধু অর্ণব আর্ক আমাকে অবশ্য একটি ব্লগ তৈরি করে দিয়েছেন। আমি আমার সেই ব্লগের অসাধারণ ক্ষমতাবান মডু।

Click this link

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165837
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : চালিয়ে যান শুভ কামনা থাকলো।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
120440
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ধন্যবাদ ভাই
165840
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগের উপর এখন যত ধরনের আইনের খাাড়া তাতে ব্লগের মজা কমে গেছে। কিন্তু তাই বলে ব্ল ছাড়বেননা। ব্লগ এ কোয়লিটি লেখক খুজা উচিত নয়। কারন ব্লগ কোয়ালিটি লেখার জন্য নয়। জনমানুষের মতামতের জন্য।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
120441
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : সহমত, আমি আসলে ঐ অর্থে বলিনাই। আসলে আগের সেই পুরাতনদের পাইনা তাছাড়া বৈচিত্রময় বা আমার রুচির সাথে যায় এমন লেখা পাই না
165856
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সত্য বলেছেন।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
120443
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : বলেন কি? আমি তো একা
165875
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অবাক হলাম লিখা পড়ে
165887
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
ইমরান ভাই লিখেছেন : ব্লগ গুলোতেও
আগের মত ভাল রাইটার নেই।

আপনারা ব্লগে অনলাইন থেকে যদি গাইডিং করতেন তাহেল হয়ত ভালো ব্লগার আজ দেখতে পেতেন।

আশাকরবো অনলাইন থাকবেন আর নতুনদের গাইডলাইন দিবেন।

ধন‍্যবাদ ভাইজান
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৯
120444
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : সুন্দর পরামর্শর জন্য ধন্যবাদ । আগামীতে চেষ্টা করবো
165891
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ইমরান ভাই লিখেছেন : ভাই, আপনার ব্লগ ঘুরে আসলাম। আপনার পরিচয়ে আপনি লিখেছন,
"বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড়
কোন ইবাদত নেই।"(!!!!!!!!)

অথচ সালাত হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত।
আপনার এই বিশ্বাসটা ঠিক নয় মুসলিম হিসেবে।

আশাকরি পজেটিভ নিবেন।
সময় হলে একটু এখানে ঘুরে আসবেন।
haven2.wordpress.com/
ধন‍্যবাদ আপনাকে।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
120446
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আমি যতটুকু জানি বা আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেই আলোকে আমি কথাটা বলেছি।
আল্লাহ তায়ালা প্রতিটি মানুষের ভেতরের খবর জানে। তাই আমি আমার লেখা এডিট করছি না। আমার জ্ঞান অনেক কম। আপনাদের মত জ্ঞানি হলে হয়ত আরো ভালো লিখতে পারবো। তবে যারা সমালোচনা করেন দয়া করে আমার পেজে করেন। আরেক জনের পেজে গিয়ে স্কিন শ্ট দিয়ে গীবত করে নিজেদের হাস্যকর করাটা উচিৎ কি?
ভাল থাকুন
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
120455
ইমরান ভাই লিখেছেন : ভাই, সত্য জানানোটাকে গিবত বলেনা। আপনি নিজেই আপনার সাইডে লিখেছেন আমি সেটাই বলেছি। ব্যাপারটা খেয়াল করবেন আশাকরি।

আপনি ভালো কোন একজন শায়েখের সাথে যোগাযোগ করে দেখেন আপনার কথাটি কোরআন হাদিস অনুযায়ী কি হবে?

আমি আপনাকে কস্ট দেবার জন্য বলিনাই। শুধু ভুল দেখিয়ে দিয়েছি। এখন আপনার ইচ্ছা।

আর যে পোস্টে আপনার স্কিন শর্ট দিয়েছিলাম সেটা একই ট্রপিস ছিল তাই দিয়েছিলাম।

আপনাকে ধন্যবাদ।
165894
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
165895
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার অবস্থাও আপনার মতো। তবে পার্থক্য মাত্র দু’টি; আমি কখনো মডু ছিলাম না এবং আমার নিজস্ব কোন ব্লগ নেই।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
120447
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : জেনে ভাল লাগলো। ভালো থাকবেন প্রিয় সহব্লগার ভাই
165933
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
হাবিবুল্লাহ লিখেছেন : আমিও শুধু উপস্থিতির জানান দিলাম ভাই। ভাল লাগলো। অনেক ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
120452
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আমার মত সাধারণ মানের একজন মানুষের জন্য আপনার প্রতিক্রিয়াটা বেশ বড় মাপের আমি দ্বায়িত্ব নিয়ে বলছি আমি আসলে অত বড় মাপের ব্লগার নই। সেই যোগ্যতাও নেই।
তাই যারা আপনার ব্লগে এসে আমার উপর তাদের রাগ ঝেড়েছে তাদের আচরণ আমাকে পুলকিত করেছে।
আমি বেশ আনন্দ পেয়েছি। তাদের আলাদা করে জবাব দিলাম না। সবাইকে অভিনন্দন দিলাম। বাশের কেল্লায় আমার রেশমা সংকান্ত পোষ্টিট প্রকাশ হবার পর প্রায় তিন হাজার কমেন্ট এসেছিল যার অর্ধেকেই গালি! আমাকে জামায়াত বলা হয়ে ছিল কেননা আমিই প্রথম রেসমা নাটক নিয়ে প্রমান সহ লিখ ছিলাম এই ব্লগে। যাই হোক পরে আমার সাংবাদিক বন্ধু মাহমুদা ডলি আমার দেশ পত্রিকায় একটা রির্পোট লিখে ছিল। যাইহোক।
আমার ব্লগে কারো কমেন্ট ডিলেট করার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে কারণ আমি যাতে অপছন্দের কথা ডিলেট করতে পারি।
আমার ইসলাম জ্ঞান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জন্য আমার কিছুই যায় আসে না। কারণ আমি কি সেটা আমার স্রষ্টা জানে। তার কাছেই আমি জবাব দিবো।
আর আমি নিজের পয়সা খরচ করে ব্লগে আসি। তাই আমি অধিকার রাখি কোথায় কারে কমেন্ট দিবো। আমার ভালো না লাগলে কেন দিবো?
তারপরো অনেক সময় ব্যস্ততার জন্য পড়েও কমেন্ট দিতে পারিনা। কেননা বাংলালায়ন কোং এই সাইট প্রায়ই ব্লক করে রাখে। তখন পক্সি দিয়ে ঢুকতে হয়
আর আমি ৬৫ বিঘা জমিন আর পাচ হাজার শ্রমিকের একটি গামেন্ট কারখানার ইউটিলিটি ব্যাবস্থাপক। একটি মেডিশিন শপ। ফ্যাশন হাউজ আর একটি প্রকাশনি দেখি। এত কিছুর পর সময় তেমন পাই না।
সবাই ভাল থাকুন। রাগ থাকলে ঝেড়ে ফেলুন। শুভ ব্লগিং
Clown
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
120453
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ভুল কপি পেষ্ট হল
১০
166170
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
সাইদ লিখেছেন : চালিয়ে যান শুভ কামনা থাকলো।
১১
166345
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File