ভালো যাচ্ছে না বাকশালদের দিনরাত্রী...........

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৮ মে, ২০১৩, ০৮:১৮:১২ রাত

কামরুলের বক্তব্য শুনে তরিঘরি করে গোলামের আদালত যাত্রা! অতঃপর আদালত, পেছনের পকেট থেকে কামরুলের লেখা রায় পড়ে শোনানো!

ইন্টারপোল এর মাধ্যেমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আদেশ প্রদানের মাধ্যেমে খুবই নগ্ন ভাবে সরকারের দুটো কথিত নিরপেক্ষ প্রতিষ্ঠান দুদক এবং আদালত কে জনগণের সামনে আবারো উলংঙ্গ করা হলো!

কামরুলের স্থুল বুদ্ধির দরুন সরকার বরং খাল কেটে কুমিরেই আনলো। কেননা আজ পত্রিকার শিরোনাম হলো

রাজধানীতে রাবের গাড়িসহ ৫ গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ!

দিপু মনির বাসায় বোমা হামলা!!

লালবাগে ছাত্রলীগ নেতা খুন!!!

১০ জেলায় হরতাল চলছে, গাড়ি ভাঙচুর.....

নাহ দিনটা মোটেও ভালো কাটলোনা বাকশাল সরকারের! তারা যত চেষ্টাই করুক রাজপথ নিজেদের দখলে রাখতে পারে নাই। দিনভর এত কিছু ঘটলেও মঘার কোন খবর নেই! বেচারা!!

কামরুলের কথা অক্ষরে অক্ষরে মেনে রায় দিয়ে ছিলো আদালত, ইন্টারপোল এর মাধ্যেমে তারেক জিয়া কে দেশে ফিরিয়ে আনার জন্য। তবে ইতিমধ্যেই জানা গেছে ইন্টার পোলের বাবার ও সেই ক্ষমতা নেই। বরং তারেক ইস্যুতে দেশ উত্তাল!

নাহ নিলজ্জ সরকারের জন্য করুনাই হচ্ছে শুধু।

বিষয়: বিবিধ

১৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File